X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইরানে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ‘কারও অনুমতির তোয়াক্কা' না করার হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৯
image

নবনির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  খোররামশাহর-এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। তেহরানভিত্তিক প্রেস টিভির খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানে শুক্রবার এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করার কয়েক ঘণ্টা পর এটি পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারও অনুমতির তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানের সামরিক কুচকাওয়াজে নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন


‘খোররামশাহর’ হচ্ছে ইরানের  ২,০০০ পাল্লার তৃতীয় ক্ষেপণাস্ত্র। শুক্রবার সকালে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। কয়েক বছর আগে একই পাল্লার  ‘কাদ্‌র-৫’ এবং ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’তে প্রকাশি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি আকাশে নিক্ষেপ করা হচ্ছে। এটির পাল্লা ২,০০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। ভিডিওতে চারটি আলাদা অ্যাঙ্গেল থেকে টেলিমেট্রি ক্যামেরার মাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলাদা আলাদা ফুটেজ ধারণ করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচালক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র থেকে ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুহূর্তটিও ভিডিওতে ধারণ করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, আগের দুই ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি আকারে ছোট এবং বেশি কার্যকর।

শুক্রবার এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্র উন্মোচনকালে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ইরান কোনো দেশের অনুমতি ছাড়াই ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করবে। “বাধার মুখেও আমরা আমাদের সামরিক শক্তি বাড়াতে থাকবো। আমরা ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করবো। নিজেদের দেশকে রক্ষা করতে কারো কাছ থেকে আমাদের অনুমতি চাইতে হবে না,” রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভাষণে বলেন রুহানি।

নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা তেহরানের

পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে তেহরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পরমাণু চুক্তি হয়। ট্রাম্প শুরু থেকেই একে যুক্তরাষ্ট্রের জন্য ‘বিব্রতকর ও একপাক্ষিক’ অ্যাখ্যা দিয়ে চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়ে আসছেন। মধ্যপ্রাচ্যে ‘জঘণ্য কর্মকাণ্ড’ এবং ফেব্রুয়ারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণ দেখিয়ে জুলাইতে ইরানের ওপর নতুন অর্থনৈতিক অবরোধও আরোপ করেছিলেন তিনি।

ইরান শুরু থেকেই দাবি করে আসছে, দেশটির সামরিক সক্ষমতা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং অন্য কোনো দেশকে হুমকি দেয়ার কোনো লক্ষ্য তেহরানের নেই। একইসঙ্গে ইরান সতর্ক করে দিয়ে একথাও বলে রেখেছে, আক্রান্ত হলে আগ্রাসী শক্তিকে সমুচিৎ জবাব দেয়ার জন্যও তেহরান প্রস্তুত রয়েছে। রয়টার্স তাদের শুক্রবারের খবরে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উন্নয়নের ঘোষণার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করল বলে ধারণা করা হচ্ছে।

 

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা