X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ কমানোর ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ কমানোর ঘোষণা চীনের জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত চীন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে পিয়ংইয়ং থেকে আর বস্ত্রসামগ্রী না কেনারও ঘোষণা দিয়েছে বেইজিং। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে আলাদা করে দেশটির জ্বালানি আমদানিতে বিধিনিষেধের বিষয়টি উল্লেখ ছিল।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ায় আগামী ১ অক্টোবর থেকে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হবে। অনতিবিলম্বে দেশটিতে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহও কমানো হবে। জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী, এখন সীমিত পরিমাণ তেল রফতানি করা হবে।

আন্তর্জাতিকভাবে এমনিতে চাপের মুখে রয়েছে উত্তর কোরিয়া। তার ওপর গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার চীনের এমন সিদ্ধান্তে দেশটি আরও কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। শুধু চীনে বস্ত্রসামগ্রী রফতানির বাজার হারানোয় বছরে প্রায় ৭০ কোটি ডলারের আয় হারাবে পিয়ংইয়ং। এছাড়া গত দুই মাসে উত্তর কোরিয়ায় পেট্রোলের দাম বেড়েছে ২০ শতাংশ। এখন চীনা সরবরাহ কমে গেলে দাম আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে উত্তর কোরিয়ার অর্থনীতিতে। কেননা উত্তর কোরিয়ার বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই সম্পাদিত হয় চীনের সঙ্গে।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি জাতিসংঘের যে কোনও উদ্যোগে চীনকে সচরাচর পিয়ংইয়ং-এর পাশে দেখা যায়। তবে বেইজিং থেকে আল জাজিরা’র প্রতিনিধি আদ্রিয়ান ব্রাউন বলেছেন, নতুন এসব সীমাবদ্ধতা কতটা কার্যকর হয়; সেটা বলার সময় এখনও আসেনি। এর ফল দেখতে কয়েক মাস সময় লেগে যাবে। তবে সুনির্দিষ্টভাবে বস্ত্র খাতের ওপর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়াকে আশাহত করবে। কারণ এই মুহুর্তে নগদ অর্থের জন্য বস্ত্রসামগ্রী রফতানি পিয়ংইয়ং-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়