X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কিছু শরণার্থীকে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭

কিছু শরণার্থীকে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মিয়ানমার বাংলাদেশে পালিয়ে আসা ‘কিছু শরণার্থীকে’ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার প্রস্তুত রয়েছে। এই প্রক্রিয়া যে কোনও সময় শুরু হতে পারে। এমনটাই মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। বুধবার জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিকি এশিয়ান রিভিউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা ও স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেন, সরকার শরণার্থীদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের দেশত্যাগের ব্যাপারে নিরাপত্তা বাহিনীর অভিযান সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হবে। তবে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ আমরা যে কোনও সময় শুরু করতে পারি। কারণ এটা নতুন কিছু নয়। এর আগে ১৯৯৩ সালে বাংলাদেশ ও মিয়ানমার যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে কাজ করেছিল। বাংলাদেশ সরকারও এ ব্যাপারে একমত রয়েছে।

মিয়ানমারের অর্থনীতিতে রাখাইনের সংকট নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সু চি। তিনি বলেন, সরকার কৃষি ও অবকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দারিদ্র্য বিমোচনের জন্যই এটা দরকার। কেননা দারিদ্র্যই উগ্রপন্থার জন্ম দেয়।

সু চি বলেন, মিয়ানমার একটি গণতান্ত্রিক দেশ। আমাদের বিরোধী দল রয়েছে। অর্থাৎ, এখানে সমালোচনা এবং বিতর্কের সুযোগ রয়েছে।’

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ৫ সেপ্টেম্বরের পর থেকে মিয়ানমারে আর কোনও সেনা অভিযান হয়নি বলে যে দাবি করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাখাইন রাজ্যের ভেতর থেকে সম্প্রতি ধারণ করা নতুন তিনটি ভিডিও ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যামনেস্টি দেখিয়েছি, শুক্রবারও নতুন করে জ্বলতে দেখা গেছে রাখাইনের গ্রাম। উড়তে দেখা গেছে, ধোঁয়ার কুণ্ডলি। স্থানীয় জনতার সূত্রে অ্যামনেস্টির দাবি, স্থানীয় উগ্র বৌদ্ধরা এবং নিরাপত্তা বাহিনী সম্মিলিত উদ্যোগে এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। সংস্থাটির ক্রাইসিস রেসপন্স বিভাগের একজন মুখপাত্র মন্তব্য করেছেন, ওইসব ছবি আর ভিডিও সু চির দাবির অসারতা প্রমাণ করে।

এর আগে গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া সু চি’র ভাষণ মিথ্যচারে পূর্ণ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ওই ভাষণে সু চি বলেছেন, ‘৫ সেপ্টেম্বরের পর থেকে মিয়ানমারে আর কোনও সেনা অভিযান হয়নি।’ কিন্তু স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য–প্রমাণ তার বক্তব্যের মিথ্যাচারকে স্পষ্ট করে তুলেছে।

বৃহস্পতিবার রাখাইনের হাপর ওয়াট চুয়াং নামে গ্রামের কাছে ধারণ করা তিনটি ভিডিও হাতে পেয়েছে অ্যামনেস্টি। ওই গ্রাম থেকে পাওয়া স্যাটেলাইট ছবিগুলো অ্যামনেস্টি ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পর্যালোচনা করে। সর্বশেষ ২২ সেপ্টেম্বরেও ওই গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই দিনের ছবিতে দেখা গেছে, কয়েক দিন আগেও গ্রামে যেসব স্থাপনা ছিল, সেগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাখাইন রাজ্যের একটি সূত্র অ্যামনেস্টিকে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর স্থানীয় এক বাসিন্দা তাদেরকে জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং নজরদারি দলের সদস্যরা গতকাল শুক্রবার বিকেলের দিকে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে।

একই দিন কিছু সময় পরে আবার অগ্নিসংযোগ করা হয় গ্রামের বিভিন্ন এলাকায়। ওয়াট চুয়াং গ্রামের আশপাশ থেকে ধারণ করা  একটি ভিডিওতে দেখা গেছে, গ্রামের কৃষিজমি, ঘরবাড়ি ও গাছপালা আগুনে পুড়ছে।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ