X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সোমবার ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪০

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সোমবার ভারত সফরে আসছেন। সফরকালে প্রতিরক্ষা সহযোগিতাসহ আফগান নিরাপত্তা বিষয় সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন কোন শীর্ষ কর্মকর্তা ভারত সফরে আসছেন।

সোমবার ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পেন্টাগণের এক বিবৃতিতে বলা হয়, ভারতকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অংশীদার মনে করে। ম্যাটিস সোমবার দিনের শেষে ভারতে আসবেন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নতুন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ অঘি জানান, জুনে ট্রাম্প ও মোদি ওয়াশিংটনে বৈঠক করেছেন। আর ম্যাটিসের এ সফর আভাস দিচ্ছে উভয় দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিরক্ষা সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

এদিকে আফগানিস্তান বিষয়েও উভয় দেশের রয়েছে অভিন্ন অবস্থান। যুদ্ধবিধ্বস্ত দেশটি নিয়ে সম্প্রতি ট্রাম্প যে নতুন কৌশল ঘোষণা করেছে তাতে সেখানে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর জন্যে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সন্ত্রাসীদের সহযোগিতার জন্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন।

পেন্টাগণের বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের গণতন্ত্র, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করবেন ম্যাটিস।

এদিকে যুক্তরাষ্ট্র ২০১৬ সালে ভারতকে বড়ো ধরণের প্রতিরক্ষা অংশীদার হিসেবে বর্ণনা করেছে। ম্যাটিসের পূর্বসুরি এসটন কার্টার ভারতের সঙ্গে দৃঢ় প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছিলেন। বর্তমান মার্কিন প্রশাসনের এ ধারা পরিবর্তনের কোন আভাস পাওয়া যায় নি।

এছাড়া ট্রাম্প আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখায় এবং সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতের প্রশংসা করেছেন। ধারণা করা হচ্ছে, সফরকালে ম্যাটিস ভারতের সাথে সম্ভাব্য এক হাজার ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করবেন যার আওতায় নয়াদিল্লিকে লকহেড মার্টিন এফ-১৬ এবং ব্লক ৭০ বিমান ক্রয় করতে হবে।

ভারত বলছে, চীন ও পাকিস্তানের আকাশ ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তাদের অন্তত একইঞ্জিন বিশিষ্ট ১শ যুদ্ধবিমান দরকার।

 

/এএ/
সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট