X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বড় ধরনের হামলা নস্যাতের দাবি ভারতীয় বাহিনীর, নিহত ৩

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৫
image

নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মিরের বারামুলা জেলার উরিতে রবিবার (২৪ সেপ্টেম্বর) এক ‘বন্দুকযুদ্ধে’ তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মিরের পুলিশের দাবি, নিহতরা উরিতে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল। গত বছরের উরির সেনাঘাঁটিতে যে ধরনের হামলা হয়েছিল সেইরকমই একটি হামলার পরিকল্পনা চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী ওই জঙ্গিদেরকে পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর ই তৈয়বার সদস্য বলে ধারণা করা হচ্ছে।

সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি ক্যামেরায় ধারণ হয়
এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, রবিবার সকালে উরির কালগাইয়ে সন্ত্রাসবাদীদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনার যৌথবাহিনী। তাদের ঘিরে ফেলা হচ্ছে দেখে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। আর তখন তল্লাসি অভিযান এনকাউন্টারে বদলে যায় বলে দাবি করেন ওই সেনা কর্মকর্তা। বন্দুকযুদ্ধে তিন ‘জঙ্গি’ নিহত হয় বলেও জানান তিনি। ওই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়। তিন সাধারণ নাগরিকও ওই গোলাগুলিতে আহত হয়েছে।

জম্মু ও কাশ্মির পুলিশের ডিজি এস পি বৈদ জানান, ‘জঙ্গিরা’ সম্ভবত বড় হামলার ছক কষছিল। বড় হামলা এড়ানো সম্ভব হয়েছে। তার মতে, উরির সেনা ছাউনিতে হামলার মত কোনও আত্মঘাতী হামলার ছক কষছিল তারা। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনাঘাঁটিতে হামলায় ১৯ জন সেনা জওয়ান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অনেকে।

এদিকে জম্মু ও কাশ্মিরের পু্ঞ্চের বালাকোট সেক্টরে নিয়্ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার চৌকিগুলো নিশানা করে পাকিস্তান থেকে ছোঁড়া গুলিতে ‌দুজন জওয়ান আহত হয়েছে বলে দাবি করেছে এবিপি। সংবাদমাধ্যমটি জানায়, সীমান্ত পাহারায় থাকা ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দেন। প্রায় আধ ঘন্টা গোলাগুলি হয়। প্রতিরক্ষাবাহিনীর জনৈক মুখপাত্র জানান, পাক সেনারা রাত তিনটে নাগাদ ভিমবার গলিতে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় চৌকিগুলোর ওপর শেল নিক্ষেপ করতে থাকে। স্প্লিন্টারের আঘাতে আহত হন দুই জওয়ান।

/এফইউ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি