X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ: গুগল, ফেসবুক, টুইটারকে সিনেট কমিটিতে তলব

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০১:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫১

. সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ফেসবুক ও টুইটারের কর্মকর্তাদের তলব করেছে মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটি। সিনেট সূত্র জানিয়েছে, আগামী ১ নভেম্বর এক শুনানিতে এই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত হবেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য রাশিয়া প্রত্যক্ষভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে বলে তথ্যপ্রমাণ উঠে আসতে থাকলে সিনেট কমিটি এই তিন প্রতিষ্ঠানকে তলব করেছে। এর আগে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, নির্বাচনকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করিয়েছিল রাশিয়া। এছাড়া, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককেও তারা ভূয়া তথ্য ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করেছে।
সিনেট কমিটির শুনানির আগেই মার্কিন নির্বাচনে রুশ সংযোগ বিষয়ক হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কমিটির সামনেও হাজির হতে হবে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। এই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কংগ্রেস ও মার্কিন জনগণ সরাসরি এসব প্রতিষ্ঠানের কাছ থেকে নিজেদের তথ্যগুলো জানতে চায়।’
এদিকে, ফেসবুক সম্প্রতি জানিয়েছে, গত বছর এক লাখ মার্কিন ডলারে ফেসবুকের বিভিন্ন পেজে তিন হাজার বিজ্ঞাপন চালানো হয়েছে। ধারণা করা হয়েছে, ওইসব বিজ্ঞাপনদাতাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে এবং মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতেই ওইসব বিজ্ঞাপন চালানো হয়েছিল। পরে ফেসবুক ওইসব বিজ্ঞাপনের বিস্তারিত তথ্য তুলে দেয় মার্কিন নির্বাচনে রুশ সংযোগ বিষয়ক তদন্ত কমিটির কাছে। ওই তথ্য থেকে দেখা যায়, বিজ্ঞাপনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো ওই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনকে কমিয়ে দিতে পারে।
এর আগে, এ মাসের শুরুতে ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামস বলেছিলেন, ‘ওইসব বিজ্ঞাপনে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোটগ্রহণ কিংবা সুনির্দিষ্ট কোনও প্রার্থীকে নিয়ে কোনও বক্তব্য ছিল না। তবে ওইসব বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভাজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল, তুলে ধরা হয়েছিল বিভিন্ন আদর্শগত বিষয়। এলজিবিটি থেকে শুরু করে বর্ণবাদ, শরণার্থী কিংবা আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের আইনের মতো বিষয়গুলো উঠে এসেছিল ওইসব বিজ্ঞাপনে।’
ফেসবুক এ ধরনের বক্তব্য দিলেও গুগল সরাসরি জানিয়েছে, মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়া কোনোভাবেই গুগলকে ব্যবহার করতে পারেনি। তবে বাজফিড নিউজের খবর অনুযায়ী, ‍গুগলের স্বয়ংক্রিয় বিজ্ঞাপন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতারা বর্ণবাদী বা ইহুদিবিদ্বেষী কিওয়ার্ড ব্যবহারকারীদের কাছে নিজেদের বিজ্ঞাপন পৌঁছে দিতে পেরেছিল।
মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে টুইটারে বিপুল পরিমাণ ভূয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক বিভাজন ও হিলারিবিরোধী টুইটগুলোকে প্রচারে নিয়ে আসা হয়।

/টিআর/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি