X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কিউবায় মার্কিন দূতাবাসকর্মীদের ওপর সনিক অ্যাটাক, অসুস্থ ২১

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৮

কিউবায় মার্কিন দূতাবাসকর্মীদের ওপর সনিক অ্যাটাক, অসুস্থ ২১ কিউবার মার্কিন দূতাবাসকর্মীদের ওপর রহস্যজনক হামলা চালানো হয়েছে। দূতাবাসের পাশাপাশি বেশকিছু হোটেলেও এমন হামলার ঘটনা ঘটেছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন কানাডার দুই নাগরিকসহ ২১ জন। এ ঘটনায় দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এসব তথ্য জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রাথমিকভাবে একে সনিক অ্যাটাক বা শব্দ তরঙ্গ ব্যবহার করে হামলা বলে মনে করা হচ্ছে। তবে হামলার ধরনের ব্যাপারে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এফবিআই, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং কিউবা’র কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দূতাবাসকর্মীদের সপরিবারে কিউবা ত্যাগের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয়েছে, শুধু ‘জরুরি দায়িত্বরত কর্মকর্তারা’ কিউবায় অবস্থান করুন। এছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা সফর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সন্দেহজনক এ হামলার শিকার ব্যক্তিরা মস্তিষ্কে সামান্য ক্ষতিসহ কানে না শোনা, মাথা ঘোরা এবং বমি বমি ভাবের মতো সমস্যায় ভুগছেন।

কিউবা’র মার্কিন দূতাবাসকর্মীদের ওপর সনিক হামলা অবশ্য নতুন নয়। ২০১৬ সাল থেকে এর সূত্রপাত। এর প্রেক্ষিতে গত সপ্তাহে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেন, হাভানায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

শীতল যুদ্ধে ভিন্ন অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে নানা জটিলতা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় উভয় দেশের কর্তৃপক্ষ। বিশেষ করে ২০১৪ সাল থেকে  সম্পর্কোন্নয়নের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতেও উপনীত হয়। ওই চুক্তিকে দেশ দুটির দীর্ঘ বৈরিতার অবসানের একটি পদক্ষেপ হিসেবে মনে করা হয়েছিল। তবে গত জুনে ওবামা প্রশাসনের কিউবা নীতি পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প।

ওবামার কিউবা নীতিকে ‘একতরফা’ দাবি করে ট্রাম্প জানান, তার নতুন নীতিতে কিউবায় ভ্রমণ এবং অর্থ পাঠানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। অবশ্য আর্থিক ও ভ্রমণে বিধিনিষেধ জারি করলেও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথা বলেন ট্রাম্প। এর তিন মাসের মাথায় সনিক অ্যাটাকের ঘটনায় কিউবার মার্কিন দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে এ হামলার সঙ্গে কিউবা সরকারের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন কিউবা’র প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা