X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৩০ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করা ব্যক্তি এখন ‘অবৈধ বাংলাদেশি’

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৬:১৫আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৬:১৮

৩০ বছর সেনাবাহিনীতে চাকরি করা এক অবসরপ্রাপ্ত সেনাকে ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে ভারত। তার বিরুদ্ধে আসাম পুলিশ একটি মামলাও দায়ের করেছে। ১৩ অক্টোবর এ ব্যাপারে ভারতের ফরেনার্স ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।

মো. আজমল হক

 

অভিযুক্ত সেনা সদস্যের নাম মো. আজমল হক। গত বছর তিনি জুনিয়র কমিশনড অফিসার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। আসামের রাজধানী গোহাটি থেকে ৭০ কিলোমিটার দূরের ছায়াগাঁও-তে বাস করতেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগছে, অনেক কেঁদেছি আমি। আমার মন ভেঙে পড়েছে। আমি যদি অবৈধ বাংলাদেশি হতাম তাহলে কিভাবে আমি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করলাম?’

আজমল জানান, সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পুলিশি যাচাই বাধ্যতামূলক। তার ক্ষেত্রেও এই যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ স্পর্শকাতর ইস্যু। ২০১১ সালে রাজ্যটিতে ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ছিল। এক দশকের ব্যবধানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টিতে।

গত বছর রাজ্যটিতে ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনি প্রতিশ্রুতি ছিল ২৬২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সিল করে অবৈধ অভিবাসীদের ঠেকানো। তবে স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু ঘটনায় ভারতীয় নাগরিকদের হেনস্তা করার ঘটনা ঘটেছে।

আজমল জানান, ২০১২ সালে তার স্ত্রী মমতাজ বেগমের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। ওই সময় তাদেরকে পুলিশের কাছে নথিপত্র দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়েছিল। তিনি বলেন, ট্রাইব্যুনালে ওই সময় আমরা সব নথি জমা দিয়েছিলাম। ট্রাইব্যুনাল আমাদের ভারতীয় নাগরিক হিসেবে রায় দিয়েছিল।

আজমলের ঘটনাটি ভারতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন,  আসাম পুলিশই ৩০ বছর সেনাবাহিনীতে যোগদানের সময় তার নাগরিকত্ব যাচাই করেছিল।  তখন কি তারা অযোগ্য ছিল না কি এখন তারা বোকা হয়ে গেছে? কেউ কেউ অভিযোগ করছেন, কোনও তদন্ত ছাড়াই ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসী হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা