X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের পথে স্পেন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ০০:১০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০০:১৭

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের পথে স্পেন স্বাধীনতা ইস্যুতে কাতালোনিয়ার গণভোটের প্রেক্ষিতে অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের পথে হাঁটছে স্পেন। এরইমধ্যে সেখানে কেন্দ্রের সরাসরি শাসন চালুর প্রথম পদক্ষেপ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। কাতালান সরকারকে তিনি স্পষ্ট করে জানাতে বলেছেন, তারা এখন নিজেদের স্বাধীন বলে বিবেচনা করে কি না? বুধবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে মারিয়ানো রাজয় বলেন, ‘সংবিধান অনুযায়ী স্পেন সরকার উদ্যোগ নেওয়ার আগে কাতালান সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানাচ্ছে। নাগরিকদের কাছে সবকিছু পরিষ্কার করা এবং এ ধরনের ক্ষেত্রে যে নিরাপত্তা প্রয়োজন তা বিধানে সরকার উদ্যোগ নিয়েছে। যত দ্রুত সম্ভব কাতালোনিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।’

স্পেনের সংবিধান অনুযায়ী, স্বাধীনতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করতে পারবে।

এদিকে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট মঙ্গলবার আবারও বলেছেন, স্বাধীনতার পথেই হাঁটতে চায় কাতালোনিয়া। তিনি বলেন, ‘এখনই স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দিতে পারি। কিন্তু আমি সে পথে যাচ্ছি না। আমি তাদের কিছুটা সময় দিচ্ছি।’ স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কাতালানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

শান্তিপূর্ণ উপায়ে স্বাধীনতা অর্জন করার আশাবাদ ব্যক্ত করে পুইজমেন্ট বলেন, কাতালোনিয়ার জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্যেই ভোট দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ মাদ্রিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে আগ্রহী।

উল্লেখ্য, স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য ১ অক্টোবর গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহে কাতালোনিয়ারা নেতাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকারের চাপে পুইজমেন্ট সরাসরি স্বাধীনতার ঘোষণা থেকে সরে এসে আলোচনার আহ্বান জানালেন। তবে, স্বাধীনতাকামীদের এ গণভোটকে স্পেনের সরকার বেআইনি ঘোষণা করেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়