X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিশ্ব খাদ্য সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৭
image

বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স)-২০১৭ তে আগের বছরের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯০ তম। তবে নতুন সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ৮৮ তম হয়েছে। গতবারের মতো এবারও বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০১৭
প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মূলত, বিশ্ব ক্ষুধা সূচক নির্ধারণের ক্ষেত্রে চারটি মানদণ্ড বেছে নেওয়া হয়। এগুলো হলো- অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা ও শিশুমৃত্যু হার। এই চারটি বিষয়ের ক্ষেত্রে দেশগুলোর পরিস্থিতি বিচার করে ১০০ পয়েন্টের এই সূচক তৈরি করা হয়। যে দেশের স্কোর যত কম, সে দেশের পরিস্থিতি তত ভালো অর্থাৎ সেখানে ক্ষুধাজনিত পীড়ন কম। এ বছর মোট ১১৯টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিএইচআই এর র‍্যাংকিং করা হয়। আর তাতে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়েছে। তবে অবস্থানের অগ্রগতি হলেও প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে 'গুরুতর' ক্ষুধার সমস্যা রয়েছে। 
বাংলাদেশের এবারের স্কোর ২৬.৫। যা গতবারের ২৭.১ স্কোর থেকে কমেছে, অর্থাৎ উন্নতি করছে বাংলাদেশ।

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবারের তালিকায় ভারতের অবস্থান ১০০তম। পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কা। সূচকে নেপালের অবস্থান (৭২তম), মিয়ানমারের অবস্থান (৭৭তম) এবং শ্রীলঙ্কার অবস্থান (৮৪তম)।

গতবারের সূচকেও বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল ভারত ও পাকিস্তান। ২০১৬ সালে ১১৮টি দেশের মধ্যে সূচকে ভারতের অবস্থান ছিল ৯৭তম, পাকিস্তানের অবস্থান ছিল ১০৭তম ও আফগানিস্তান ছিল ১১১তম অবস্থানে। তবে তখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল চীন, নেপাল মিয়ানমার ও শ্রীলঙ্কা। সেসময় চীনের অবস্থান ছিল ২৭তম, নেপালের অবস্থান ৭২তম, মিয়ানমারের অবস্থান ৭৫তম ও শ্রীলঙ্কা ছিল ৮৪তম অবস্থানে।

/এফইউ/

/এফইউ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন