X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুর্দিস্তানের গণভোটের ঘটনায় কিরকুকে নতুন গভর্নর নিয়োগ ইরাকের

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ২৩:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২৩:৩৫

কুর্দিস্তানের গণভোটের ঘটনায় কিরকুকে নতুন গভর্নর নিয়োগ ইরাকের ইরাকের তেল সমৃদ্ধ কিরকুকে একজন নতুন গভর্নর নিয়োগ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নিয়োগপ্রাপ্ত নতুন ওই গভর্নরের নাম রাকান সাঈদ। এর  আগে তিনি সেখানকার ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। কিরকুকেও ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় কিরকুকের সদ্য সাবেক গভর্নর নাজমিদ্দিন কারিম’কে অপসারণ করে ইরাকি পার্লামেন্ট।

নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার কিরকুকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকান সাঈদ। এ সময় তিনি বলেন, বাগদাদের কেন্দ্রীয় সরকার আমাকে কিরকুকের গভর্নর নিযুক্ত করেছেন। আজ থেকে এটা কার্যকর হচ্ছে। সরকারের সহায়তা নিয়ে আমরা এখানকার মানুষদের তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারি।

তিনি বলেন, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাতের আশঙ্কায় অনেকে কিরকুক ছেড়ে পালিয়েছেন। তারা যেন ফিরে আসতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সেনাদের কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। আঞ্চলিক সরকার নিয়ন্ত্রিত অফিস-আদাল ও বিমান ঘাঁটির দখল নিয়েছে সরকারি সেনারা।

কুর্দি বাহিনীর হাত থেকে কিরকুকের পুনর্দখল করে নিতে এক অভিযান শুরু করার পর প্রায় বিনা বাধায় সরকারি বাহিনী শহরে প্রবেশ করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি সশস্ত্র যানগুলো সরকারি দফতরগুলোর দখল নেয়।

স্থানীয় সরকারের সদর দফতরে ইরাকি পতাকা উড্ডয়নের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয়দের বরাতে তারা জানিয়েছে, অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে সোমবার বিকালে ইরাকি এলিট বাহিনীর সশস্ত্র যানের বহর প্রাদেশিক সরকারের সদর দফরগুলো দখল করে নেয়।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি