X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কিরকুক মিশন সফল: ইরাকি সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৮:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৪২

কিরকুক মিশন সফল: ইরাকি সেনাবাহিনী কিরকুকে ইরাকি সেনাবাহিনীর মিশনের যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়েছে। সেনাবাহিনী ও মিত্র মিলিশিয়ারা সেখানকার আকর্ষণীয় তেল খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। সবগুলো খনির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সুনির্দিষ্ট সীমারেখার বাইরে সব এলাকা এখন সেনাদের নিয়ন্ত্রণে। বুধবার ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। কিরকুকেও ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় কিরকুকের তৎকালীন গভর্নর নাজমিদ্দিন কারিম’কে অপসারণ করে ইরাকি পার্লামেন্ট।

অভিযানের অংশ হিসেবে এরইমধ্যে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সেনাদের কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। আঞ্চলিক সরকার নিয়ন্ত্রিত অফিস-আদাল ও বিমান ঘাঁটির দখল নিয়েছে সরকারি সেনারা। কুর্দি বাহিনীর হাত থেকে কিরকুকের পুনর্দখল করে নিতে এক অভিযান শুরু করার পর প্রায় বিনা বাধায় সরকারি বাহিনী শহরে প্রবেশ করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি সশস্ত্র যানগুলো সরকারি দফতরগুলোর দখল নেয়।

অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি এলিট বাহিনীর সশস্ত্র যানের বহর প্রাদেশিক সরকারের সদর দফরগুলোর নিয়ন্ত্রণ নেয়। সেখানকার সরকারি দফতরগুলোতে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পতাকার বদলে ইরাকি পতাকা উড্ডয়ন করা হয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাতের আশঙ্কায় অনেকে কিরকুক ছেড়ে পালিয়েছেন। তারা যেন ফিরে আসতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিরকুকের প্রাদেশিক গভর্নর।

সংঘাতের আশঙ্কায় পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজন হাসান খাদের। আল জাজিরা’কে তিন বলেন, আমরা জানি না কিরকুক এখন নিরাপদ কিনা। কিন্তু আমি কোথায় যাবো? নিজ বাড়িঘরে ফিরে যাওয়াই আমাদের জন্য উত্তম।

কিরকুকে ইরাকি বাহিনীর অভিযানে কত সংখ্যক কুর্দি পেশমার্গা সেনার প্রাণহানি হয়েছে সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য জানা যায়নি। কুর্দিস্তান আঞ্চলিক সরকার নিয়ন্ত্রিত দ্বিতীয় বৃহৎ শহর সুলাইমানিয়া’র একজন মর্গ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে আল জাজিরা’র। ওই কর্মকর্তা জানান, আমরা কিরকুক ও সংলগ্ন এলাকার সংঘাতে নিহত ২৫ পেশমার্গা সেনার মরদেহ পেয়েছি।

এদিকে কিরকুকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার তেল খনিগুলোর উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক তেল সংস্থাগু বিপি’র প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের তেলমন্ত্রী জাব্বার আল লুআইবি।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা