X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্বমঞ্চে চীনের কেন্দ্রীয় আসন নেওয়ার সময় এসেছে: শি জিনপিং

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৫২

শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে। চীন এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। আমাদের এখন বিশ্বমঞ্চের কেন্দ্রীয় আসন নেওয়ার সময় এসেছে। আমরা অন্য কারও পররাষ্ট্রনীতি অনুসরণ করবো না। বরং উন্নয়নশীল দেশগুলোর সামনে আমরা এখন বিকল্প মডেল।

১৮ অক্টোবর বুধবার চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি'র এ সম্মেলন উপলক্ষে বর্ণিল ব্যানার আর তোরণ দিয়ে সাজানো হয়েছে রাজধানী বেইজিং। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি ডেলিগেট। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের উদ্দেশ্যে দেওয়া শি জিনপিং-এর তিন ঘণ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণে শি জিনপিং প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চীনের এমন শক্তিশালী ভাবমূর্তি আগে কখনও দেখা যায়নি। আমার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য যে কোনও সময়ের চেয়ে বেড়েছে। জনগণকে উন্নত জীবন উপহার দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

হংকং ও তিব্বত প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চীনের বিচ্ছিন্নতা সহ্য করা হবে না।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখারও অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি দৃঢ় কাঠামো তৈরি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

একদলীয় শাসনব্যবস্থার কারণে কমিউনিস্ট পার্টির নেতারাই চীনের সর্বময় কর্তৃত্বের অধিকারী। তাই দেশটির জাতীয় নেতৃত্ব নির্বাচনে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। কমিউনিস্ট পার্টি’র এই সম্মেলন থেকেই চীনের পরবর্তী নীতিনির্ধারকদের নাম চূড়ান্ত করা হবে। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলন থেকে আগামী ৫ বছরের জন্যও শি জিনপিং-কেই নেতা নির্বাচিত করা হবে। শেষ পর্যন্ত সেটা সত্য হলে ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে চীনা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ৬৪ বছরের এই ঝানু রাজনীতিক।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী