X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেলিফোন করে সু চিকে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১৬:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৬:১৯
image

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সংস্থাটির এক্সটার্নাল অ্যাকশন বিষয়ক ওয়েবসাইট ইইএএস-এর এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। সম্প্রতি মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দুই দিনের মাথায় সু চিকে টেলিফোন করে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হলো।
সুচি-ফেডেরিকা

ইইএএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সু চিকে টেলিফোনে সহিংসতা বন্ধ, রাখাইনে ত্রাণকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণ আর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের তাগিদ দিয়েছেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।

চলতি মাসের ১৬ তারিখে একই কর্মকর্তা  ফেডেরিকা মোগেরিনির সভাপতিত্বে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাংসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ওপর আমন্ত্রণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত এ সংক্রান্ত এক প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা তারা পুনর্মূল্যায়ন করবে।  অভ্যন্তরীণ দমননীতিতে ব্যবহারযোগ্য কোনও অস্ত্র মিয়ানমারের কাছে বিক্রি না করার বিষয়েও ব্যবস্থা নিয়েছে ইইউ। এতেও পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় কাউন্সিল বাড়তি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।

আগামী মাসে মিয়ানমারে অনুষ্ঠেয় আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশে রোহিঙ্গা বিষয়ে গঠনমূলক আলোচনার ওপর জোর দিয়ে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে। এছাড়া, আসিয়ান জোটভুক্ত ১০টি দেশের মধ্যে যারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার তাদেরও এ বিষয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয় প্রস্তাবে।

সু চির সঙ্গে ফোনালাপেও আসিয়ান সম্মেলনের প্রসঙ্গে কথা বলেন মোগেরিনি।

/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক