X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সাড়া ফেলতে ব্যর্থ মোদি’র ‘মেক ইন ইন্ডিয়া’

আশীষ বিশ্বাস, কলকাতা
১৯ অক্টোবর ২০১৭, ২২:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২২:০৬

এফ ১৬ জঙ্গি বিমান। ফাইল ছবি হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র একটি বাস্তবতা পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমানভাব ভারতের মানুষ তার নীতি ও স্লোগানের প্রভাব প্রশ্ন করতে শুরু করার প্রেক্ষিতেই এমন চিত্র দেখা যাচ্ছে। তিন বছর দেশ শাসনের পর মোদি’কে এখন এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তার সমালোচকদের বেশিরভাগ প্রশ্নে সরকারি উত্তর ইতিবাচক নয়।

নরেন্দ্র মোদি’র বহুল প্রচারিত 'মেক ইন ইন্ডিয়া' স্লোগান নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকদের একটা অংশ। ব্যয়বহুল উচ্চ প্রতিরক্ষা উৎপাদন ক্রমশ স্বদেশীকরণ, বিদ্যমান কিছু প্রবণতা এবং অগ্রগতির যে চিত্র দেখা যাচ্ছে তা উৎসাহী হওয়ার সুযোগকে অনেক দূরে নিয়ে গেছে।

সরকারের সমালোচনার মুখে জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বিশ্লেষকরা সাম্প্রতিক কিছু প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন। এসব প্রস্তাবের মধ্যে সবচেয়ে বড় প্রস্তাবটি ছিল মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন-এর প্রস্তাবিত সহযোগিতার বিষয়টি। এটি ছিল বিশ্বের বৃহত্তম এই সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান লকহিডের সঙ্গে ভারতীয় কোম্পানি টাটা গ্রুপের যৌথভাবে ভারতের তৈরি এফ-১৬ ফাইটার প্লেন তৈরির বিষয়টি।

সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে এফ-১৬ জঙ্গি বিমানগুলোর আধুনিক সংস্করণ রফতানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর সম্ভাব্য দাম হতে পারে আনুমানিক ১৫ বিলিয়ন ডলারের মতো। আর ভারতে এটি তৈরিতে ব্যয় হবে প্রায় ১২ বিলিয়ন ডলার।

এই প্রকল্পের পক্ষে দাঁড় করানো এসব যুক্তির সমান্তরাল উল্টো পিঠও রয়েছে। এসব এফ-১৬ জঙ্গি বিমান ছাপিয়ে এর চেয়ে আরও বহু অগ্রসর মানের জঙ্গি বিমান বহু আগেই বাজারে এসেছে। এগুলোর মধ্যে খোদ যুক্তরাষ্ট্রের এফ ৩৫-ও রয়েছে। বর্তমানে এটি আমেরিকায় উৎপাদিত হচ্ছে। এফ ১৬ কতটা আপডেট, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এই জঙ্গি বিমান চতুর্থ বা পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের সঙ্গে যায় না। এরই মধ্যে জাপান, ইসরায়েল ও দক্ষিণ কোরিয়াসহ অন্তত চারটি দেশ এফ ৩৫-এর জন্য অর্ডার দিয়ে রেখেছে। ধারণা করা হচ্ছে, অন্যান্য দেশও এ তালিকায় যুক্ত হবে।

সমরাস্ত্র উন্নয়নের দৌড়ে পিছিয়ে নেই আরেক পরাশক্তি রাশিয়াও। তারাও এ খাতের উন্নয়নের গতি উত্তরোত্তর বাড়িয়ে চলছে। দেশটির তৈরি প্রায় একই রকমের অত্যাধুনিক মিগ ৩৫ খোদ যুক্তরাষ্ট্রের এফ ৩৫-এর জন্যই একটি মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে ব্যয় ও কার্যকারিতা বিবেচনায় মিগ ৩৫-এর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই তাদের বহরে এটি চালু করার বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছে।

কিছুদিন আগে বাংলা ট্রিবিউনে প্রকাশিত কলামে বলা হয়েছে, ভারতের প্রস্তাবিত এফ ১৬-এর 'দেশি' উৎপাদনের স্বার্থ বা সুবিধা নিয়ে ভারতীয় বিশ্লেষকদের মধ্যে বিস্ময় কাজ করছে। কোনও কোনও বিশ্লেষক বিস্ময়ের সঙ্গে বলেছেন, এটি কি পশ্চিমা শক্তির আরেকটি কৌশল যেখানে অপেক্ষাকৃত কম উন্নত একটি দেশে উচ্চমূল্যে মান্ধাতার আমলের প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় গবেষক এবং অস্ত্র নির্মাতারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা এখন পরিষ্কার যে, প্রতিরক্ষা উৎপাদন খাতে নরেন্দ্র মোদি’র ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের বাস্তবায়ন খুব সহজ হবে না। তবে ভারতের মতো একটি দেশে তার স্লোগানের গুরুত্ব ফুরিয়ে যেতে পারে না। কারণ, বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় নাম রয়েছে ভারতের।

/এমপি/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার