X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে মার্কিন ও তালেবান হামলায় নিহত ৬৫

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ২৩:০৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২১:২৯

আফগানিস্তানে মার্কিন ও তালেবান হামলায় নিহত ৬৫ আফগানিস্তানে বৃহস্পতিবার মার্কিন বাহিনী ও তালেবানের পৃথক হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি সেনাঘাঁটিতে হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কান্দাহারের সেনাঘাঁটিতে চালানো এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। এতে ১০ হামলাকারীও নিহত হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি অবশ্য দাবি করেছেন, হামলায় কমপক্ষে ৬০ জন আফগান সেনা নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন নয় সেনা। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। চলতি সপ্তাহে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর এটি এ ধরনের তৃতীয় হামলা।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীতে ব্যবহৃত হামভি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেনাঘাঁটির কোনও সদস্য হামলায় জড়িত থাকতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি জানান, ঘাঁটিতে থাকা মাত্র দুই জন সেনাসদস্য জীবিত রয়েছেন। সেখানে সব কিছু পুড়ে গেছে। আর কিছুই বাকি নেই।

এদিকে বৃহস্পতিবার সকালে কুন্দুজ প্রদেশের গুল থাপ এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

উল্লেখ্য, ২০১৪ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ করার ঘোষণ দেয়। এরপর থেকেই তালেবান হামলা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  সূত্র: আল জাজিরা, সিনহুয়া।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!