X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সামরিক সরঞ্জাম নিয়ে ফিলিপাইনে পাঁচ রুশ যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ১৯:১০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

সামরিক সরঞ্জাম নিয়ে ফিলিপাইনে পাঁচ রুশ যুদ্ধজাহাজ রুশ নৌবাহিনীর পাঁচটি যুদ্ধজাহাজের একটি বহর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নোঙ্গর করেছে। অনুদান হিসেবে পাঠানো এসব জাহাজে বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের চলমান টানাপড়েনের মধ্যেই শুক্রবার রুশ যুদ্ধজাহাজগুলো ম্যানিলায় নোঙ্গর করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে রুশ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল ই. মিখাইলোভ জানান, ডুবোজাহাজ বিধ্বংসী তিনটি জাহাজ, অবতরণের কাজে ব্যবহৃত একটি এবং একটি উদ্ধারকারী জাহাজ এ বহরে রয়েছে। শনিবার সুবিক বে’র বন্দরে আরো দুটি যুদ্ধজাহাজ ভিড়বে।

রাশিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বহরে থাকা সামরিক  সরঞ্জাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। তবে এর আগে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বলেছেন, রাশিয়া তার দেশকে পাঁচ হাজার কালাশনিকভ রাইফেল দেবে। জাহাজযোগে তারা এসব রাইফেল ম্যানিলায় পৌঁছাবে। সঙ্গে থাকবে ট্রাকসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সামগ্রী।

দীর্ঘদিন থেকে ফিলিপাইনের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্র হিসেবে পরিচিত দেশটিতে দৃশ্যত এটাই রুশ অস্ত্রের প্রথম চালান।

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র থেকে পুরনো অস্ত্র কেনা ফিলিপাইন বন্ধ করে দেবে বলে ঘোষণা করেছিলেন দুয়ার্তে। মিন্দানাও দ্বীপের একটি সামরিক ঘাঁটিতে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, নতুন অস্ত্র কিনতে দ্বিগুণ অর্থ ব্যয়ে ফিলিপাইন প্রস্তুত রয়েছে। প্রয়োজনে চীন কিংবা রাশিয়া থেকে নতুন বিমান, নৌযান, ড্রোন এবং রাইফেল কেনার চিন্তাভাবনা করছে সরকার।

১১ অক্টোবর সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রদ্রিগো দুয়ার্তে বলেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াইয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য এসব সামরিক সরঞ্জাম অনুদান দেবে মস্কো। তখন আমাদের হাতে নতুন কালাশনিকভ আসবে। ফলে ফিলিপিনো সেনাদের আর পুরনো অস্ত্র ব্যবহার করতে হবে না। এতে করে সেনাবাহিনী আরও সমৃদ্ধ হবে।

দুয়ার্তে বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এসব সমরাস্ত্রের প্রয়োজন রয়েছে। কারণ, জঙ্গিরা হারিয়ে যাবে না। কোথাও না কোথাও তারা আবারও সংঘবদ্ধ হবে।

এর আগে ফিলিপাইনকে ছয় হাজারের বেশি অ্যাসাল্ট রাইফেল ও ১০০টি স্নাইপার রাইফেল অনুদান দেয় চীন। এরপর রাশিয়াও চীনকে অনুসরণ করে। দৃশ্যত অস্ত্র নির্মাণ খাতে যুক্তরাষ্ট্রের এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে দুয়ার্তের আগ্রহের প্রেক্ষিতেই দেশ দুটি এমন পদক্ষেপ নেয়।

কয়েক দশক ধরেই প্রতিরক্ষা খাতে ফিলিপাইনের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। ফিলিপাইনের সামরিক সরঞ্জাম সংগ্রহ, সেনাদের প্রশিক্ষণের মতো কাজে মার্কিন সেনাদের অংশগ্রহণ রয়েছে। ২০০০ সাল থেকে দেশটিকে প্রায় ১ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ফিলিপাইন। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে সাধারণভাবে মার্কিনবিরোধী হিসেবে পরিচিত।

মাদকবিরোধী অভিযানের নামে হত্যাযজ্ঞের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার ওপর ক্ষুব্ধ দুয়ার্তে। ফলে তিনি নিজ দেশে মার্কিন প্রভাব কমাতে আগ্রহী।

একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বহরে রাইফেল ছাড়াও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ এবং কয়েক ডজন সেনা ট্রাক থাকবে।

এসব সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি হিসেবে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান আগেই ম্যানিলায় পাঠানো হয়।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি