X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফগান হামলায় নিহত ৭২, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১০:৩২আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২২:০৬
image

আফগানিস্তানে পৃথক দুই মসজিদে সংঘটিত শুক্রবারের হামলায় সবশেষ অন্তত ৭২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে জানা গেছে, হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে সংঘটিত ওই দুই আত্মঘাতী কর্মকাণ্ডে এখনও কেউ দায় স্বীকার করেনি। ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগান মসজিদে হামলা

কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বশির মুজাহিদ জানান, রাজধানীর পশ্চিমাংশে দাশ্‌ত-ই-বারচি এলাকায় গতকাল মাগরিবের নামাজের সময় প্রথম হামলাটি হয় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে। হামলাকারী মসজিদে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৩৯ জন নিহত হন। আহত হন ৪৫ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, তিনি মসজিদের শৌচাগারে ছিলেন। এমন সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে মসজিদের মূল প্রাঙ্গণে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখেন তিনি।

অন্য হামলাটি হয়েছে দেশটির মধ্যাঞ্চলের ঘোর প্রদেশে সুন্নি সম্প্রদায়ের একটি মসজিদে। এতে নিহত হন অন্তত ৩৩ জন। আহত হয়েছেন ১০ জনের বেশি। আঞ্চলিক গভর্নর মহসিন দানিশায়ার জানান, স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কমান্ডারই সম্ভবত এই হামলার লক্ষ্য ছিলেন। বিস্ফোরণে তিনিও নিহত হয়েছেন।

এখনও কেউ দুই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুল ও অন্যান্য প্রদেশের শিয়া মসজিদে হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে।

নৃশংস দুই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। আফগান জনতা ও সরকারের প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে হতাহতদের স্বজনদের জন্য গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আফগানদের ধর্মীয় বিশ্বাস সহিংস আক্রমণের স্বীকার হচ্ছে। বিবৃতিতে মসজিদে হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সরকার ও নিরাপত্তা বাহিনীকে এ ধরনের হামলা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা