X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মাও সে তুং-এর সমান মর্যাদা পেলেন শি জিনপিং

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ১৫:১৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:১৬
image

প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে চীনের কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেল। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হবে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হবে।

মাও সেতুং (ডানে) ও শি জিনপিং (বামে)
এক সপ্তাহে আগে শুরু হওয়া চীনের রাজধানী বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দুই হাজারের বেশি প্রতিনিধি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ ‘কমিউনিস্ট পার্টির সম্মেলন’-এর শেষ দিনে তার চিন্তাধারাকে পার্টির গঠনতন্ত্রে স্থান দেওয়ার ব্যাপারে ভোটাভুটি হয়। বেইজিং এর গ্রেট হলে চূড়ান্ত এ অনুমোদন প্রক্রিয়ায় অংশ নেন কমিউনিস্ট পার্টির ২ হাজার ২০০ প্রতিনিধি। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দলীয় গঠনতন্ত্রে স্থান পাওয়ার পর মাও-এর সমান্তরালে ক্ষমতাবান হলেন শি।

কংগ্রেসের শুরুতে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিন ঘন্টা ভাষণ দেন শি। ওই ভাষণে প্রথমবারের মতো ‘নতুন যুগের চীনা পদ্ধতির সমাজতন্ত্র’ সংক্রান্ত শি জিনপিং-এর চিন্তাধারা’ নামে নিজের মতামত তুলে ধরেন তিনি। পরে পার্টির এক প্রস্তাবে বলা হয়, ‘কংগ্রেস দ্ব্যর্থহীনভাবে শি জিনপিং-এর চিন্তাধারাকে দলীয় গঠনতন্ত্রের মূলনীতি অংশে স্থান দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে’।

এর আগে চীনা কমিউনিস্ট পার্টির দুই নেতার চিন্তাধারা পার্টির গঠনতন্ত্রে তাদের নামসহ মতবাদ আকারে অন্তর্ভূক্ত হয়েছে। এদের একজন মাও সে তুং। অপরজন দেং শিয়াও পিং। মাও ক্ষমতাসীন থাকাকালেই গঠনতন্ত্রে স্থান পেলেও দেং শিয়াও পিংয়ের মৃত্যুর পর তার চিন্তাধারা নামযুক্ত অবস্থায় চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পায়। 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট