X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মুখে রুশ পতাকা ছুড়ে মারলেন বিক্ষোভকারী (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ১৫:১২আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:১৭
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে রাশিয়ার পতাকা ছুড়ে মারলেন এক বিক্ষোভকারী। চিৎকার করে তাকে বিশ্বাসঘাতক বলেও ডেকেছেন রায়ান ক্লেটন নামের ওই ব্যক্তি।  কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতে যাওয়ার সময় এই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ক্লেটন গত জুনে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও একই ধরনের আচরণ করেছিলেন।
ট্রাম্পের মুখে রুশ পতাকা ছুড়ে মারলেন বিক্ষোভকারী (ভিডিও)

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদকর্মীদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনয়েলের দিকে ছোট আকৃতির কয়েকটি পতাকা নিক্ষেপ করেন। ট্রাম্পের রাশিয়াপ্রীতির প্রতিবাদ জানাতে লোকটি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রিপাবলিকান সিনেটরদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তখন মাত্র পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন রিপাবলিকান পার্টির সিনেটর মিচ ম্যাককনেল। সভায় কর কমানো বিল অনুমোদনের বিষয়ে রিপাবলিকান সিনেটরদের কাছে আবেদন করার কথা ছিল ট্রাম্পের। বেশ খোশমেজাজেই সভাকক্ষে হেঁটে যাচ্ছিলেন তিনি। এমন সময় এক বিক্ষোভকারী রাশিয়ার পতাকা ছুড়ে মারেন ট্রাম্পের উদ্দেশে। চিৎকার করে বলেন—‘ট্রাম্প বিশ্বাসঘাতক’।

বিষয়টি অবশ্য তেমন একটা আমলে নেননি ট্রাম্প। নির্বিকারভাবে চলে গেছেন সভাকক্ষে । পরে ওই ব্যক্তিকে শনাক্ত করে আটক করেছে পুলিশ। আটক করার পর রায়ান ক্লেটন নামের ওই ব্যক্তি বলেন, ‘কংগ্রেসে বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বলা উচিত, কর কমানো নিয়ে নয়।’

ভিডিও:

 


সাংবাদিকসহ সাধারণ মানুষ পরিদর্শন বা কারো সঙ্গে দেখা করার জন্য ক্যাপিটল হিলের ভেতরে ঢুকতে পারে। কিন্তু মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে আসতে হয় তাদের। ক্যামেরার সামনে ক্লেইটন নিজেকে গোয়েন্দা বিভাগের এজেন্ট হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, অনলাইনভিত্তিক আমেরিকানস টেক অ্যাকশন গ্রুপের সদস্য তিনি। সবার জন্য অর্থনীতি, ইন্টারনেট সেবা উন্মুক্ত রাখাসহ মুক্ত আমেরিকার দাবিতে কাজ করে গ্রুপটি।

এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি হোয়াইট হাউস। এদিকে, জুলাই মাসে এ ধরনের আরেকটি কাজের সঙ্গে যুক্ত ছিলেন ক্লেইটন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের হাতে রাশিয়ার পতাকা ধরিয়ে দিয়ে তাকে তাতে স্বাক্ষর দিতে বলেছিলেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা