X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অর্ধেক নারী

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ২২:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:৪৫

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার অর্ধেক নারী যুক্তরাজ্যে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধেক নারী যৌন হয়রানির শিকার হন। এমনকি প্রতি পাঁচ জনে একজন পুরুষও একই রকম পরিস্থিতির শিকার হন। এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে।

দুই হাজার ৩১ জন প্রাপ্তবয়স্ক নরনারীর ওপর বিবিসি’র রেডিও ৫ লাইভ জরিপ চালায়। যৌন হয়রানির শিকার প্রায় ৬৩ শতাংশ নারী বিবিসি’কে জানিয়েছেন, ঘটনার পর তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কাউকে জানাননি। হয়রানির শিকার ৭৯ শতাংশ পুরুষ জানিয়েছেন, এ বিষয়টি তারা নিজেদের মধ্যেই চেপে রেখেছিলেন।

জরিপে প্রায় ৫৩ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ জানিয়েছেন, তারা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য শুনেছেন। বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। জরিপে অংশ নেওয়া এক-চতুর্থাংশ মানুষ জানিয়েছেন, তারা অপ্রিয় বা অশ্লীল কৌতুক শুনেছেন। এছাড়া, প্রতি সাত জনে অন্তত একজন অযাচিত বা নোংরা স্পর্শের শিকার হয়েছেন। আর প্রতি ১০ জনে একজন নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসদের কাছ থেকে পুরুষদের তুলনায় নারীরাই বেশি হয়রানির শিকার হন। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৩০ শতাংশ নারীই বসদের টার্গেটে পরিণত হয়েছিলেন। পুরুষরাও এমন হয়রানির শিকার হয়েছেন। তবে তাদের সংখ্যা নারীদের তুলনায় কম- প্রায় ১২ শতাংশ।

জরিপে উঠে এসেছে, প্রতি ১০ জনে একজন নারী যৌন হয়রানির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র ত্যাগ করেছেন। ক্যামব্রিজের সারাহ কিলিকয়নে বিবিসি নিউজকে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দুজন মানুষ তাকে যৌন হয়রানি করেছিলেন। কিশোরী বয়সে স্কুল শিক্ষক এবং কলেজে ওঠার পর সেখানকার একজন অধ্যাপকের যৌন সন্ত্রাসের শিকার হন তিনি।

বিবিসি’কে সারাহ বলেন ‘আমি জানি আমাদের আশেপাশেই অনেক মানুষ আছে যারা যৌনশিকারী। খুব কম মানুষই আছে যারা তাদের নিবৃত্ত করতে পারে।’

বিবিসি রেডিও ৫ লাইভ-এর জন্য যে সংস্থাটি জরিপ চালায় তারা দুই হাজারেরও বেশি মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে। হলিউডের অন্যতম প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই এই জরিপ চালানো হয়।

সম্প্রতি হলিউডের বেশ কয়েকজন নায়িকা বলেছেন, অস্কারজয়ী প্রযোজক ওয়েনস্টেইনের কাছে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় 'মি টু' হ্যাশট্যাগ দিয়ে অনেক নারী-পুরুষ জানিয়েছেন কিভাবে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।

'নোংরা ও অস্বস্তিকর'

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, কর্মক্ষেত্রে নারী বসের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। তার ভাষায়, ‘ওই নারী বস সবসময় আমার পোশাক, আমার দেহসহ সবকিছু নিয়ে প্রশংসা করতেন। আমার বুকের লোম নিয়ে কথা বলতেন। আমি নারীদের কি বেশি পছন্দ করি তা জানতে চাইতেন। আমার অন্য নারী সহকর্মীরা এটা শুনে হাসতো। কিন্তু আমি এসব কথা শুনে নোংরা বোধ করতাম। অস্বস্তিকর লাগতো।’ সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা