X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেনেডি হত্যা সংশ্লিষ্ট ২৮০০ গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১৩:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৩:৩৮
image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ.কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৮০০ টি গোপন নথি উন্মোচনের আদেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি এ আদেশ দেন। তবে অবশিষ্ট সব নথিই প্রকাশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাপে কিছু নথি অপ্রকাশিত রাখেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনও নথি এখনও গোপন রাখা প্রয়োজন কিনা তা নিয়ে পর্যালোচনা করছে সংস্থাগুলো। ছয় মাসের পর্যালোচনা শেষে ধারাবাহিকভাবে নথিগুলো প্রকাশ করা হবে।

জন এফ কেনেডি ও জ্যাকেলিন কেনেডি
১৯৬৩ সালে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। জাতীয় আর্কাইভে ওই হত্যা সংক্রান্ত তিন হাজারের বেশি নথি আছে যা আগে কখনও প্রকাশ করা হয়নি। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে কাটছাঁট বা সম্পাদনা করে।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেস রায় দিয়েছিল কেনেডি হত্যাকাণ্ডের সব নথি ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে। তবে কংগ্রেস সিদ্ধান্ত দিয়েছিল, প্রেসিডেন্ট যদি সিদ্ধান্ত নেন যে এসব নথি উন্মুক্ত করে দিলে তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবে, তবে তিনি এগুলো উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিতে পারেন। কংগ্রেসের নির্দেশনা মেনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের এই নথিপত্রগুলো চলতি বছরে উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন তিনি নথিগুলো প্রকাশ করবেন।

কেনেডি
তবে সময়সীমা কাছাকাছি চলে আসার পর ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় ১৮০ দিন ধরে ধীরে ধীরে নথিগুলো প্রকাশ করার। এ সময়ের মধ্যে সরকারি সংস্থাগুলো পর্যালোচনা করবে কোনও ডকুমেন্ট অপ্রকাশিত অবস্থায় রেখে দেওয়া দরকার কিনা।

রয়টার্স জানায়, ট্রাম্পের আদেশের পর পরই বৃহস্পতিবার সন্ধ্যায় ২৮০০-রও বেশি নথি ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত পর্যালোচনা শেষে বাকি নথিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

 

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি