X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

'জেলে থাকলে নির্বাচন করতে পারবেন না কাতালোনিয়ার বহিষ্কৃত নেতা'

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ১৪:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৫১
image

স্পেন সরকার কর্তৃক বহিষ্কৃত কাতালান নেতা কার্লেস পুজদেমন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা এখন তার জেলে থাকা না থাকার ওপর নির্ভর করছে। স্পেনের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাসতিস সাফ জানিয়ে দিয়েছেন, যদি পুজদেমন জেলে বন্দি না থাকেন তবেই কেবল তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। অবশ্য এরইমধ্যে পুজদেমনের বিরুদ্ধে অভিযোগ দাযেরের প্রস্তুতি নিচ্ছে স্পেন সরকার।

পুজদেমন
মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ইনিগো মেন্দেজ দে ভিগোকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়,স্পেন সরকার মনে করে,বহিষ্কার করা হলেও রাজনীতি চালিয়ে যাওয়ার অধিকার পুজদেমনের আছে। এর একদিন পর দেশটির পররাষ্টমন্ত্রী বলছেন, পুজদেমন নির্বাচন করতে পারবেন ঠিকই, তবে জেলে থাকলে তিনি সেই সুযোগ পাবেন না। স্প্যানিশ ঐক্যকে সমর্থন জানিয়ে কাতালোনিয়ার বার্সেলোনায় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আলফানসো।    

শুক্রবার (২৭ অক্টোবর) কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার পক্ষে আঞ্চলিক পার্লামেন্টের রায় আসে। এর পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং কাতালান নেতা পুজদেমনকে বরখাস্ত করেন। একই সঙ্গে ডিসেম্বরে আগাম আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী। এরইমধ্যে কাতালোনিয়ার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ সরকার। স্প্যানিশ আইন লঙ্ঘন করার দায়ে পুজদেমন ও অন্য কাতালান কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্পেনের প্রধান প্রসিকিউটর।  তবে পুজদেমন বলেছেন তাকে ক্ষমতা থেকে অপসারণের যে নির্দেশ মাদ্রিদ সরকার দিয়েছে তা তিনি মানেন না।

স্পেনের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাসতিস স্কাই নিউজকে বলেন, ‘আমরা কাতালোনিয়ার কাছ থেকে স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছি না। প্রকৃতপক্ষে আমরা এটি পুনঃপ্রতিষ্ঠা করছি কেবল।’

 স্বাধীনতা ঘোষণার পর সোমবারই কাতালোনিয়ার প্রথম কর্মদিবস। তাই এদিনই বোঝা যাবে অঞ্চলটিতে আসলে কেন্দ্রীয় শাসন জারি হয়েছে কি হয়নি। 

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা