X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে অ্যাসিড হামলার দায়ে বাংলাদেশি কারাগারে

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৩ নভেম্বর ২০১৭, ০১:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ০১:০৮

যুক্তরাজ্য যুক্তরাজ্যে অ্যাসিড হামলার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগে পূর্ব লন্ডনের ওই হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাহা মিয়া নামের ওই আসামি।

কাহা মিয়ার সঙ্গে তার এক সহযোগীকেও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বয়স কম (১৬ বছর) হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। তাকে ইয়ুথ অফেন্ডার্স ইনস্টিটিউশনে পাঠানো হবে। চলতি সপ্তাহে লন্ডনের স্নেয়ারবুক ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করেন।

এই মামলার তদন্তকাজ পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট রিচার্ড লিউসলে। তিনি বলেন, এই শাস্তি এ ধরনের অপরাধের ব্যাপারে পুলিশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এ ধরনের যেকোনও ঘটনা নিখুঁতভাবে তদন্ত করা হবে। অনুরোধ থাকবে, এ জাতীয় ক্ষতিকর পদার্থ বহনের সঙ্গে জড়িত যে কাউকেই যেন এভাবে দোষী সাব্যস্ত করা হয়।

তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে এই পদার্থগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ঘটনার শিকার ব্যক্তির ওপর এটি ব্যাপক মাত্রায় স্থায়ী প্রভাব ফেলে।

চলতি বছরের ২০ মার্চ ওই অ্যাসিড হামলার শিকার বাংলাদেশি বংশোদ্ভূত দুজনের জবানবন্দি নেন আদালত। তাদের নাম মুসা মিয়া ও সৈয়দ বাশার। সেদিন তারা পূর্ব লন্ডনের একটি ভবনের ১১ তলা থেকে তাদের গাড়ির ওপর নজর রাখছিলেন। এমন সময় দেখতে পান সেখানে লাঠি নিয়ে একদল যুবক বিশৃঙ্খলা তৈরি করছে। ওই যুবকদের থামাতে ঘটনাস্থলে যান মুসা মিয়া। বন্ধু মুসা মিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে সৈয়দ বাশারও সেখানে পৌঁছান।

সেখানে তারা ওই যুবকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ১৬ বছর বয়সী ওই কিশোর (দণ্ডিত) ব্যাগ থেকে একটি বোতল বের করে কাহা মিয়ার হাতে দেয়। সে বোতলের মুখ খুলে তা থেকে তরল পদার্থ ওই ভিকটিম দুজনের মুখের ওপর ছুড়ে মারে। এতে তারা মারাত্মকভাবে আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

২০১২ সাল থেকে ইংল্যান্ডে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় এ ধরনের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এ ধরনের ঘটনা ঘটে ২৬১টি। গতবছর হয় ৪৫৮টি হামলা।

/এমপি/এএম/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা