X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আরও জঙ্গি হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:১৯

বাংলাদেশে আরও জঙ্গি হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার বাংলাদেশে নতুন করে আরও জঙ্গি হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে, পশ্চিমা দুনিয়ার স্বার্থসংশ্লিষ্ট কোনও বিষয় হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ সংক্রান্ত পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

৩ নভেম্বর ২০১৭ শুক্রবার ডিএফএটি’র ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ‘বড় ধরনের হুমকি’ রয়েছে। ফলে দেশটিতে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেসব শপিং মলে বিদেশিরা নিয়মিত যাতায়াত করেন, সেগুলো যেন তারা এড়িয়ে চলেন। এছাড়া যারা বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন, তারাও যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং চলতি বছরের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করা  হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই গ্রেফতারের ঘটনা ঘটছে।

নতুন আক্রমণে হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে সরকারি বা বাণিজ্যিক স্থাপনা, উন্মুক্ত স্থান, আদালত, বিদেশি সরকার ও তাদের বাণিজ্যিক স্বার্থ, সামরিক বাহিনী ও পুলিশ, বিভিন্ন দেশের দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্টুরেন্ট, বার, স্কুল, মার্কেট, ব্যাংক, ধর্মীয় স্থান, রাজনৈতিক সমাবেশ, সিনেমা হল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণপরিবহন, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, পর্যটন এলাকা ও ঐতিহাসিক স্থাপনা। এরপরও যদি অস্ট্রেলিয়ার কোনও নাগরিক বাংলাদেশ সফরে আগ্রহী হন তাহলে তারা যেন নিরাপত্তার ব্যাপারে বাড়তি পদক্ষেপ নেন।

/এমপি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া