X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের এশিয়া সফরসূচিতে আকস্মিক পরিবর্তনের নেপথ্যে

ফাহমিদা উর্ণি
০৪ নভেম্বর ২০১৭, ২১:০৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০২:০৩
image

এশিয়ার জন্য নির্ধারিত ১১ দিন মেয়াদী সফরসূচি পরিবর্তন করে তা ১২ দিন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সফর শুরুর আগ মুহূর্তে প্রেসিডেন্ট পূর্ব এশীয় সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণেই সূচিতে বাড়তি দিনটি যুক্ত হয়েছে। খবর অনুযায়ী ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আঞ্চলিক সম্মেলনের ওই দিনটিকে এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আখ্যা দিয়েছেন ট্রাম্প। ব্লুমবার্গের বিশ্লেষকরাও বলেছেন, ওই সম্মেলনে যোগ না দিলে পূর্ব এশিয়ায় চীনা কতৃত্বের পথ আরও মসৃণ হতো। নিউ ইয়র্ক টাইমস-এর বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প সম্মেলনটি প্রত্যাখ্যান করলে অঞ্চলটিতে মার্কিন কর্তৃত্বের ভবিষ্যত আরও বেশি করে প্রশ্নবিদ্ধ হতো।
এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট

ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানায়, এশিয়ার কয়েকটি দেশ সফর করতে ৩ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পূর্বের সফরসূচি অনুযায়ী, পূর্ব এশিয়া সম্মেলনের আগেরদিন ১৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এশিয়া ছাড়ার কথা তার। তবে শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পরপরই প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান পরিকল্পনা পাল্টে গেছে; সম্মেলনে যোগ দিতে ট্রাম্প তার সফরের সময়সূচি একদিন বাড়াচ্ছেন।

এশিয়া সফর শুরু করে হাওয়াইতে যাত্রাবিরতি করেন ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মিলিত হতেই হাওয়াই অঙ্গরাজ্যে থেমেছেন তিনি।  সে সময় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করা হয়েছে।
এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট

শুক্রবার (৩ নভেম্বর) হাওয়াইতে ট্রাম্প নিজেই তার সফরসূচির মেয়াদ একদিন বাড়ানোর কথা জানান। ট্রাম্প জানান, মূলত সফরের শেষ মুহূর্তে হাওয়াইতে একদিন কাটানোর পরিকল্পনা ছিল তার। তবে ফিলিপাইন সফরের মেয়াদ বাড়াতে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘বাড়তি দিনটি আমি দ্বিতীয় একটি সম্মেলনে ব্যয় করব, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সম্মেলন।’

শুরুতে পূর্ব এশীয় সম্মেলনে যোগ দিতে আগ্রহী ছিলেন না বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট। সে সময় পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের নেতিবাচক দিক নিয়ে তাকে সতর্ক করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়মিত ওই সম্মেলনে অংশ নিতেন। পররাষ্ট্র বিশেষজ্ঞরা সে সময় আশঙ্কা জানিয়েছিলেন, ট্রাম্প সম্মেলনটি প্রত্যাখ্যান করলে পূর্ব এশিয়া নামের অঞ্চলটির প্রতি মার্কিন অঙ্গীকার নিয়ে এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলো উদ্বিগ্ন হতে পারে।  

এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট

সম্মেলন প্রত্যাখ্যানের পূর্ববর্তী সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করেছেন সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তারাও। তারা বলেছিলেন, সম্মেলনে যোগ না দেওয়ার অর্থ অঞ্চলটিতে চীনা কর্তৃত্বকে নিরঙ্কুশ করা। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি সম্মেলনে অংশ না নেয় তবে অঞ্চলটিতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনের ক্ষেত্রে চীনা কর্তৃত্ব আরও নিরঙ্কুশ হবে।  ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নড প্রাইসকে উদ্ধৃত করে ব্লুমবার্গ ওই সম্মেলনের গুরুত্ব তুলে ধরে। নড প্রাইস বলেছেন, এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার চূড়ান্ত সফর শুরু হওয়ার আগে আমরা যা বলেছিলাম তা আজ আরও বাস্তব। তা হল: কী আলোচনা হবে তা জরুরি নয়, অন্তত দেখাতে হবে যুক্তরাষ্ট্র আলোচ্যসূচিতে রয়েছে।’
আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে ট্রাম্প আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে মার্কিন বিশ্লেষকরা উদ্বেগ জানিয়েছিলেন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে সরে আসা উত্তর কোরিয়া ইস্যুতে অনেক বেশি প্রাধান্য দেওয়ায় কোনও কোনও বিশ্লেষক আশঙ্কা জানিয়েছিলেন, যদি পূর্ব এশিয়া সম্মেলনে ট্রাম্প অংশ না নেন তবে তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতকে প্রশ্নের মুখে ঠেলবে।

/বিএ/
সম্পর্কিত
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট