X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ রিয়াদের

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ২১:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২২:২৭

মোহাম্মদ বিন সালমান সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে দেশটির নাগরিকদের নতুন করে লেবানন সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননে সৌদি ভ্রমণ সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিএ এজেন্সিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে আয়োজিত কোনও আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে আল-হারিরি বলেন, আমরা এমন অবস্থায় বাস করছি যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এবং হিজবুল্লাহ অবশ্য মনে করে, সৌদি সরকার জোরপূর্বক তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করেছে।

লেবানন মনে করে, সাদ আল-হারিরি সৌদি আরবের রাজধানী রিয়াদে আটক রয়েছেন। তাকে নিজ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বৈরুত।

পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি’র ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সৌদি আরব সফরে যাওয়ার পর তাকে সেখানে অবস্থান ও পদত্যাগ করতে বলা হয়। তারা (সৌদি) তাকে পদত্যাগপত্র পড়তে বলে এবং এরপর থেকেই হারিরিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাত সফর করে পুনরায় তিনি সৌদি আরবে ফিরে যান।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন হারিরি’র পদত্যাগের রহস্য উন্মোচনে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ সমর্থক আল-মানার টেলিভিশন। আর সৌদি আরবের দাবি, হারিরি’র জোট সরকারসহ লেবাননের রাজনৈতিক ব্যবস্থা ‘অপহরণ’ করেছে হিজবুল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেবানিজ কর্মকর্তা জানান, ‘প্রধানমন্ত্রী হারিরি’কে মুক্তি দিতে সৌদি আরবের ওপর চাপ প্রয়োগ করতে  আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবে লেবানন।’

ওই কর্মকর্তা বলেন, হারিরি’কে রিয়াদে গৃহবন্দি করে রাখা লেবাননের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তার মর্যাদা আমাদের রাষ্ট্রীয় মর্যাদা। তাকে বৈরুতে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, হারিরি এখনও লেবাননের প্রধানমন্ত্রী। একই কথা জানিয়েছেন সরকারের আরও কয়েকজন কর্মকর্তা। তাদের মতে, বিদেশে গিয়ে দেওয়া হারিরি’র পদত্যাগ গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্টও এটি গ্রহণ করেননি। প্রেসিডেন্ট চাইছেন, তিনি লেবাননে ফিরে এসে সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার কারণ ব্যাখ্যা করবেন।

ধনকুবের হারিরি’র সৌদি আরবে বিশাল অংকের বিনিয়োগ রয়েছে। তিনি এমন সময় পদত্যাগের ঘোষণা দিলেন যখন সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড় চালাচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের সঙ্গে মতের অমিল রয়েছে রাজপরিবারের এমন বহু সদস্যকে আটক করা হয়েছে বা নজরদারিতে রাখা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও