X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আট বছরের মধ্যে শিশুশ্রম বন্ধের লক্ষ্য আইএলও’র

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ১৫:০৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:১০
image

আগামী আট বছরের মধ্যে শিশুশ্রম নির্মূল করার জন্য বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। তারা জানায়, বিশ্বের বড় ২৮টি প্রতিষ্ঠানের অর্ধেকই নিকেল জাতীয় ধাতু উত্তোলনে শিশুদের ব্যবহার করছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে এক সম্মেলনে একথা বলেন সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার।

আট বছরের মধ্যে শিশুশ্রম বন্ধের লক্ষ্য আইএলও’র

গাই রাইডার বলেন, বিশ্বের প্রতি ১০জন শিশুর একজন শিশুশ্রমের শিকার। আর তাদের অর্ধেকই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তবে ১৯৯০ দশকের পর শিশুশ্রমিকদের সংখ্যা ১০ কোটি কমে গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, শিশুশ্রম কমে যাওয়ার হার সম্প্রতি অনেক ধীর হয়ে গেছে। আমরা জানিনা ভবিষ্যতে এই শ্রমবাজার কিভাবে পরিবর্তন হবে। আমরা কোনও শিশুশ্রমিক চাই না, কোনও আধুনিক দাসত্ব চাই না।’

সম্প্রতি আইএলও প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বে ১৫ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে যাদের আড়াই কোটি শিশুই জোরপূর্বক শ্রমের শিকার। সম্মেলনে ২০২৫ সালের বন্ধে শিশুশ্রম বন্ধ করার প্রস্তাব গ্রহণ করা হয়।

এর আগে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিলো যে বিশ্বের ২৮টি বড় কোম্পানির অর্ধেকসংখ্যকই কিভাবে শিশুদের নিকেল উত্তোলনে ব্যবহার করে। ব্যাটারিতে ব্যবহার করা এই ধাতুর কঙ্গোতে কিভাবে শিশুরা ঝুঁকিপূর্ণ এই শ্রমের শিকার হয় সেটাও তুলে ধরে সংস্থাটি।

টাইম টু রিচার্জ শীর্ষক ওই প্রতিবেদনে তারা জানায়, মাইক্রোসফ, রেনাল্ট ও চীনের হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলোতেও শিশু শ্রম উপস্থিত। অ্যামনেস্টি জানায়, সাত বছরের শিশুও এমন জোরপূর্বক শ্রমের শিকার। নিকেল উত্তোলনের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা। স্মার্টফোন, গাড়ির ব্যাটারি ও নবায়নযোগ্য বিদ্যুতের চাহিদার কারণে এই নিকেল উত্তোলন করে থাকে তারা।

মানবাধিকার সংস্থাটি জানায়, মানবাধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেয়নি এই বড়[ ২৯টি কোম্পানির কোনটিই। জার্মান গাড়ি শিল্পের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে। বিএমডব্লিউ কিছু ক্ষেত্রে উন্নতি করলেও বাকি বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো শিশুশ্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়নি। মানেনি আন্তর্জাতিক রীতিও। ত্রুটি রয়েছে ভলকসওয়াগন ও ড্যামলারের মতো প্রতিষ্ঠানেরও।

অ্যামনেস্টি জার্মান প্রধান ম্যাথিয়াস জন বলেন, জার্মান প্রতিষ্ঠানগুলো নিকেল সাপ্লাই চেনে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ালেও এখনও সেটা পর্যাপ্ত নয়। অ্যাপেল, স্যামসাং, সনির বিরুদ্ধেও এমন অভিযোগ আনে অ্যামনেস্টি।

তাদের প্রতিবেদনে বলা হয়, নিকেল সরবরাহকারীদের জাতিসংঘের নির্দেশনা মেনে খেয়াল রাখতে হবে যেন মানবাধিকার লঙ্ঘন না হয়।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা