X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:০২

ইসরায়েলি সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইরানে সম্প্রতি আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এ সপ্তাহের ওই ভূমিকম্পে অন্তত ৪৪৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ। ভূমিকম্পে বহু বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। তবে এমন পরিস্থিতিতেও তারা ইসরায়েলকে ফিরিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার রাতে উত্তর আমেরিকায় বসবাসরত ইহুদিদের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান ও ইরাকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইরানের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এখনও কাজ চালিয়ে যাচ্ছেন ইরানি কর্মকর্তারা। প্রেসিডেন্ট হাসান রুহানি এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তা দুর্গত এলাকা সফর করছেন।

ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে সাহায্য অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আক্রান্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, প্রিয়জনকে হারানো অনেক কষ্টের এবং কঠিন বিষয়। আমরা আশা করি নিহতদের পরিবারের লোকজনের মাঝে সর্বশক্তিমান আল্লাহ তাআলা প্রশান্তি দেবেন এবং ক্ষমা ও ভালোবাসা দিয়ে তিনি তাদের চোখের পানি মুছে দেবেন।

এর আগে ২০০৩ সালের ভূমিকম্পেও ইসরায়েলি সহায়তার প্রস্তাব নাকচ করে দেয় তেহরান। ওই ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা