X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে, গৃহবন্দি মুগাবে

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৪২

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে, গৃহবন্দি মুগাবে পূর্ব আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে’কে তার নিজ বাড়িতে গৃহবন্দি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ফোনে নিজের বন্দিদশার কথা জানিয়েছেন ৯৩ বছরের মুগাবে। তবে তিনি ভালো আছেন বলে জানান জ্যাকব জুমা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
জিম্বাবুয়েতে কোনও অসাংবিধানিক কোনও পরিবর্তন হবে না বলেও আশাবাদের ব্যক্ত করেন জ্যাকব জুমা। একইসঙ্গে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার সমাধানে জিম্বাবুয়ের সরকার ও সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।

এর আগে ১৫ নভেম্বর মধ্যরাতে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের দখল নেয় দেশটির সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল সেনাপ্রধানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে। রাজধানী হারারে’র সরকারি অফিস, পার্লামেন্ট ও আদালতে যাওয়ার রাস্তাগুলোতে সেনাসদস্য ও সাঁজোয়া যান অবস্থান নিয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশন দখলের পর সেখানে একটি বিবৃতি পড়ে শোনান সেনাবাহিনীর চিফ অব স্টাফ লজিস্টিক মেজর জেনারেল এসবি মোয়ো। এতে তিনি বলেন, দেশে কোনও অভ্যুত্থান হয়নি। মুগাবে এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন। আমরা তার (রবার্ট মুগাবে) চারপাশে যেসব লোকজন অপরাধ করছে এবং দেশকে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তিতে ফেলছে কেবল তাদেরকেই লক্ষবস্তুতে পরিণত করেছি এবং বিচারের মুখোমুখি করানোর চেষ্টা করছি। এ লক্ষ্য অর্জন হয়ে গেলে দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

জিম্বাবুয়ের নাগরিকদেরকে স্বাভাবিক জীবন-যাপন অব্যাহত রাখারও আহ্বান জানান এই সেনা কর্মকর্তা।

রাজনৈতিক দলগুলোর তরুণ সদস্যদের সহিংসতায় লিপ্ত না হওয়ারও আহ্বান জানান জেনারেল মোয়ো। তিনি বলেন, ‘তরুণরা যেন দেশের ভবিষ্যৎ মানে নিজেদের ভবিষ্যৎ, এ বিষয়টি উপলব্ধি করতে পারে, উল্টো পথে না যায়, জাতির মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকে।’

উল্লেখ্য, ৯৩ বছর বয়সী মুগাবে আফ্রিকার সবচেয়ে বেশি বয়সী নেতা, ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে