X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুর্দিদের আগের সীমান্তে ফিরে যেতে হবে: এবাদি

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ২১:১০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২১:১৬

কুর্দিদের আগের সীমান্তে ফিরে যেতে হবে: এবাদি কুর্দিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দিতে কুর্দি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেন, আমরা পিছু হটবো না, আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। আমি কুর্দি কর্মকর্তাদেরকে তাদের আগের বিবৃতিগুলোর প্রতি অনুগত থাকার আহ্বান জানাচ্ছি। তাদের ২০০৩ সালের আগের সীমান্তে ফিরে যেতে হবে। ফেডারেল কর্তৃপক্ষের হাতে এসব সীমান্তের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তেল বিক্রিসহ বিমানবন্দর এবং সীমান্ত সংক্রান্ত যে কোনও ইস্যুতে বাগদাদের সঙ্গে 'সমন্বয় এবং সহযোগিতা' বাড়ানোর জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)-এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আবাদি।

তিনি আমি এখনই বলছি না যে, আমাদের ধৈর্যের মাত্রা ফুরিয়ে যাচ্ছে। তবে আমরা চিরদিন অপেক্ষা করব না। সীমান্ত থেকে সরে না গেলে যথাসময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

ইরাকের উত্তর অংশে অবস্থিত কুর্দিস্তানকে আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সংবিধান। আরবিল, সুলাইমানিয়া এবং দোহুক অঞ্চল নিয়ে কুর্দিস্তান গঠিত হয়েছে। তবে ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের সুযোগে কুর্দিরা তাদের সীমান্তের পরিধি বাড়ায় এবং কিরকুকের মতো কিছু এলাকা কুর্দিস্তানের অন্তর্ভুক্ত করে নেয়। তবে এ বছর কুর্দিস্তানের গণভোট নিয়ে ইরাকের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত এড়াতে গত মাসে ওই গণভোটের ফলাফল স্থগিতের ঘোষণা দেয় কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। একইসঙ্গে তারা বাগদাদের সঙ্গে সংলাপ শুরুরও প্রস্তাব দিয়েছে।

কেআরজি’র এক বিবৃতিতে বলা হয়, অব্যাহত লড়াইয়ে কেউই বিজয়ী হবে না, বরং কিন্তু এটি দেশকে বিশৃঙ্খলার পথে ধাবিত করবে। ১৬ অক্টোবর থেকে পেশমার্গা যোদ্ধাদের সঙ্গে ইরাকি বাহিনীর যে সংঘাত শুরু হয়েছে তাতে এরইমধ্যে উভয়পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এটা দীর্ঘমেয়াদে ধারাবাহিক রক্তপাতের সূচনা করতে পারে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

ইতোমধ্যেই কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সেনাদের কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। আঞ্চলিক সরকার নিয়ন্ত্রিত অফিস-আদাল ও বিমান ঘাঁটির দখল নিয়েছে সরকারি সেনারা। কুর্দি বাহিনীর হাত থেকে কিরকুকের পুনর্দখল করে নিতে এক অভিযান শুরু করার পর প্রায় বিনা বাধায় সরকারি বাহিনী শহরে প্রবেশ করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি সশস্ত্র যানগুলো সরকারি দফতরগুলোর দখল নেয়। এসব দফতরে তারা ইরাকি পতাকা উড্ডয়ন করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি এলিট বাহিনীর সশস্ত্র যানের বহর প্রাদেশিক সরকারের সদর দফরগুলোর দখল নেয়।

তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর চাপ উপেক্ষা করে কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে ওই গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯৩ শতাংশ মানুষ ইরাক থেকে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার পক্ষে রায় দেয়।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!