X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সমলিঙ্গের বিয়েতে অস্ট্রেলীয়দের সমর্থন

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ২২:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:১৩

সমলিঙ্গের বিয়েকে বৈধ করার পক্ষে অস্ট্রেলীয়রা নিজেদের সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার এক জরিপে এই সমর্থনের কথা জানান তারা। অস্ট্রেলিয়ার পরিসংখ্যা বুরো জানিয়েছে, স্বেচ্ছামূলক এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ সমলিঙ্গের বিয়ের প্রতি সমর্থন জানান।

সমলিঙ্গের বিয়ের সমর্থকদের উল্লাস

অস্ট্রেলিয়ার প্রধান পরিসংখ্যানবিদ ডেভিড কালিচ জানান, সমলিঙ্গের বিয়ের পক্ষে ভোট দেন প্রায় প্রায় ৭৮ লাখ। বিপক্ষে ভোট পড়েছে প্রায় ৫০ লাখ।

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের মতো এই জরিপ ভোট বাধ্যতামূলক ছিল না। তবু এতে ব্যাপক জনগণ অংশগ্রহণ করেন। এই ভোটের সমালোচনা করেছেন খোদ সমলিঙ্গের বিয়ের বৈধতার পক্ষে আন্দোলনকারীরা। তাদের দাবি ছিল, যখন সংসদে এই বিষয়ে আইন পাস হতে যাচ্ছে তখন এ ধরনের ভোট আয়োজনের কোনও অর্থ নেই। ভোটের ফল ঘোষণার পর  রাস্তায় সমলিঙ্গের বিয়ের সমর্থকরা ‘রেইনবো পতাকা’ হাতে নাচ ও গানের মধ্য দিয়ে জয় উদযাপন করেন।

মূলত অস্ট্রেলিয়ার বিবাহ আইন সংশোধনী নিয়ে একটি দীর্ঘ বিতর্কের পর এই স্বেচ্ছামূলক ভোটের আয়োজন করা হয়েছিল। বুধবারের ভোটের ফল প্রকাশিত হওয়ায় টানা কয়েকদিনের উত্তেজনার অবসান ঘটল। মোট জনসংখ্যা প্রায় ১২ দশমিক ৭ শতাংশ  (১ কোটি ২০ লাখ) ভোটার ভোট দেন। ভোটারদের মধ্যে ৭৯ দশমিক ৫ শতাংশ আট সপ্তাহব্যাপী এই জরিপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের কেবল একটি প্রশ্ন করা হয়, সমলিঙ্গের দম্পতিদের বিয়ের অনুমতি দিতে অস্ট্রেলিয়ার বিবাহ আইন পরিবর্তন করা উচিত কি?

বুধবার (১৫ নভেম্বর) সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দেওয়ার বিষয়ে একটি বিল সিনেটে উত্থাপন হওয়ার কথা। বিলটিতে সংশোধনীর জন্য সিনেটে বিতর্ক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, আসন্ন বড়দিনের মধ্যেই সরকার সংসদে আইনটি পাস করার লক্ষ্যে কাজ করবে। ভোটের ফল প্রকাশের পর ম্যালকম বলেন, ‘তারা ভোট দিয়েছে সততার  জন্য, প্রতিশ্রুতির জন্য, ভালবাসার জন্য। লাখ লাখ অস্ট্রেলিয়ান তাদের অনুভুতি ব্যক্ত করেছেন। সমলিঙ্গের বিয়ের বৈধতার পক্ষে তারা রায় দিয়েছেন। সূত্র: বিবিসি।

 

/এসকেবি/এএ/
সম্পর্কিত
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার
সর্বশেষ খবর
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের