X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইরানের কারাবন্দি ব্রিটিশ নারীর পক্ষে জোর প্রচারণায় টিউলিপ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ নভেম্বর ২০১৭, ২২:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:০৭

টিউলিপ সিদ্দিক ইরানে কারাবন্দি ব্রিটিশ নারী নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর মুক্তির দাবিতে বুধবার প্রচারণা জোরদার করেছেন ব্রিটিশ এমপি লিউলিপ সিদ্দিক। ২০১৬ সালের এপ্রিল থেকে বন্দি রয়েছেন ৩৩ বছরের ওই নারী। তিনি টিউলিপ সিদ্দিকের নির্বাচনি আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকার বাসিন্দা। ইরানের সরকার উৎখাতের কথিত প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কয়েক মাস ধরেই কারাবন্দি নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর মুক্তির দাবিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। এ ইস্যুতে চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেন টিউলিপ সিদ্দিক। নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর বিষয়ে জনসনের বিতর্কিত মন্তব্যের জেরে তিনি এই দাবি জানান। তবে দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত বুধবার বরিস জনসনের সঙ্গে নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‍্যাটক্লিফের দীর্ঘ প্রতিক্ষীত সাক্ষাৎ করিয়ে দিতে সমর্থ হন টিউলিপ।

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা। ইরানে বন্দি ওই নারীর বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ’কে দেশে ফিরিয়ে আনতে তিনি চেষ্টার কোনও ত্রুটি করবেন না। তার কাছে আমাদের প্রত্যাশাও এটাই ছিল।

এ বছর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ইরান সফরে নাজানিন জাগহারি র‍্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‍্যাটক্লিফ’কে সফরসঙ্গী করারও আহ্বান জানান টিউলিপ। কেননা তিন বছরের মেয়ে গ্যাব্রিলের সঙ্গেও দেখা করতে পারছেন না রিচার্ড র‍্যাটক্লিফ। ভিসা জটিলতার কারণে তেহরানে নানা-নানীর কাছে থাকা গ্যাব্রিল’কে দেখতে যেতে পারছেন না রিচার্ড র‍্যাটক্লিফ।

নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ’কে গত বছরের এপ্রিলে তেহরান এয়ারপোর্টে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। তার পরিবার সূত্রে জানা যায়, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে ইরান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি তা পুরোপুরি অস্বীকার করে আসছেন।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা