X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মহড়ার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাইলো নরওয়ে

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ০৮:৪৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০৯:০৫

মহড়ার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাইলো নরওয়ে ন্যাটোর যৌথ মহড়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক’কে ‘শত্রু’ হিসেবে উপস্থাপনের ঘটনায় ক্ষমা চেয়েছেন নরওয়ে। শুক্রবারের ওই ঘটনায় মহড়া থেকে তুর্কি সেনাদের প্রত্যাহারের পর এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ফ্রাঙ্ক বেকে জেনসেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার এ বিবৃতি প্রচার করা হয়।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ মিত্র। মহড়া চলাকালে একটি অভ্যন্তরীণ বার্তা প্রকাশ পেয়েছে। এটি নরওয়ের দৃষ্টিভঙ্গি বা নীতিমালার প্রতিফলন নয়। ওই বার্তায় থাকা উপাদানের জন্য আমি ক্ষমা চাইছি।

প্রতিরক্ষামন্ত্রী ফ্রাঙ্ক বেকে জেনসেন বলেন, ওই ঘটনার সঙ্গে যুক্ত নরওয়েজিয়ান নাগরিককে মহড়া থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। ওই তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পৃথক বিবৃতিতে এ ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চেয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টেলটোনবার্গ। তিনি বলেন, ‘যে অপরাধ সংঘটিত হয়েছে; তার জন্য আমি ক্ষমা চাইছি। এ ঘটনা একজনের ব্যক্তিগত ভুলের পরিণাম। এটা ন্যাটোর মতামতের প্রতিফলন নয়। ওই ব্যক্তিকে মহড়া সংক্রান্ত কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

তিনি বলেন, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সহযোগী। আমাদের সম্মিলিত নিরাপত্তায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ন্যাটো প্রধান বলেন, নরওয়ের একজন বেসামরিক ঠিকাদার এই কাজ করেছেন। তিনি ন্যাটোর কোনও কর্মী নন। নরওয়েজিয়ান কর্তৃপক্ষকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

শুক্রবারের এ ঘটনায় তুর্কি সেনাদের অবিলম্বে ওই মহড়া থেকে ফিরে আসার নির্দেশ দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার নির্দেশ অনুযায়ী মহড়ায় অংশ নেওয়া ৪০ তুর্কি সেনা ফিরে আসেন।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নেতাদের এক বৈঠকে এ ঘটনার তীব্র সমালোচনা করেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নরওয়েতে অনুষ্ঠিত ওই মহড়ায় শত্রু তালিকায় (এনিমি চার্ট)-এ তার নাম এবং তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের ছবি ব্যবহার করা হয়েছে।

তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ হুলুসি আকর এবং দেশটির ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক এ ঘটনা জানার পর দ্রুত এরদোয়ানকে বিষয়টি অবহিত করেন। এরদেয়ান বলেন, ‘তারা আমাকে জানান, নরওয়ে থেকে আমাদের ৪০ সেনাকে ফিরিয়ে আনা হচ্ছে। আমি তাদেরকে সেনাদের দ্রুত ফিরিয়ে আনতে বলি। এ ধরনের কোনও জোট হতে পারে না।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর দেশটির অভ্যুত্থান সমর্থক কিছু সেনা কর্মকর্তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে নরওয়ের সঙ্গে দেশটির উত্তেজনা তৈরি হয়।

সূত্র: ইন্ডিপেনডেন্ট, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!