X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে রাজনৈতিক অবস্থান জানাবেন হারিরি

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ২৩:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২৩:৩৪

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি জানিয়েছেন, বুধবার তিনি বৈরুত ফিরবেন। ফেরার পর প্রেসিডেন্ট মাইকেল আওনের চলমান সংকট নিয়ে আলোচনার পর নিজের অবস্থান জানাবেন। শনিবার সৌদি আরব থেকে ফ্রান্সে পৌঁছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে হারিরি

সাদ হারিরি জানান, কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।  বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

প্রায় দুই সপ্তাহ আগে সাদ হারিরি সৌদি আরবের রাজধানী রিয়াদে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। এসময় তিনি ইরান ও হেজবুল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন।

এর আগে লেবাননের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং হারিরিকে প্যারিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। পরে  ম্যাক্রোঁ স্পষ্ট করে জানান যে, তিনি তাকে 'রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন না', শুধু কয়েকদিনের জন্য প্যারিস সফরে আমন্ত্রণ জানিয়েছেন ।

হারিরির পদত্যাগ এখনও গৃহীত হয়নি। অনেকেই মনে করেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও হেজবুল্লাহর প্রভাবকে দুর্বল করতেই সৌদি আরব তাকে জোর করে আটকে রেখে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কিন্তু সৌদি আরব ও হারিরি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন শনিবার জানান,  হারিরি বুধবারের মধ্যেই দেশে ফিরবেন। এক টুইট বার্তায় তিনি জানান,  হারিরি তাকে ফোন করে জানিয়েছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যের প্রেক্ষিতে সৌদি আরব বার্লিন থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জিগমার গ্যাব্রিয়েল বলেছিলেন, সাদ হারিরিকে সৌদি আরব তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে।

এই পরিস্থিতিতে শনিবার সাদ হারিরি স্ত্রীকে সঙ্গে নিয়ে তার ব্যক্তিগত বিমানে করে প্যারিসে এসে পৌঁছান। সূত্র: বিবিসি বাংলা, ফ্রান্স২৪।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা