X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ইরাকে ২০ শতাংশ মার্কিন বিমান হামলার শিকার বেসামরিকরা’

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৫:১২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:১৩
image

ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতি পাঁচটির একটিতে অর্থাৎ ২০ শতাংশ হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বৃহস্পতিবার প্রকাশিত বিশেষ এক প্রতিবেদনে তারা দাবি করে, পেন্টাগনের দেওয়া নিহতের সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা ৩১ গুণ বেশি। শনিবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

‘ইরাকে ২০ শতাংশ মার্কিন বিমান হামলার শিকার বেসামরিকরা’ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা যেই স্থানেই জরিপ চালাই না কেন। ফলাফল একই ছিলো। প্রতি পাঁচটি বিমান হামলার একটিতে বেসামরিক নাগরিক মারা গেছেন।’

সংবাদমাধ্যমটির প্রতিবেদকরা হামলার শিকার প্রায় ১৫০টি এলাকায় গিয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলের ওই তিনটি অঞ্চলে এমন অনেক নিহতদের কথা জানতে পেরেছেন যাদের কথা পেন্টাগনের রিপোর্টে ছিলো না। এছাড়া পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছিলো, সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কিন্তু সেটাও সত্য নয় বলেও জানায় নিউ ইয়র্ক টাইমস।

তারা জানায়, ‘মার্কিন নেতৃত্বাধীন জোটের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ হাজারেরও বেশি বিমান হামলার মাত্র ৮৯টি হামলায় বেসামরিক নিহত হয়েছেন। যা প্রতি ১৫৭টি হামলার মধ্যে একটি। কিন্তু মাঠ পর্যায়ে তদন্ত করে নিউ ইয়র্ক টাইমস জানতে পারে প্রতি পাঁচটি বিমান হামলার একটিতেই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যা তাদের দাবি করা তথ্যের চেয়ে ৩১ গুণ বেশি।’

বেশিরভাগ বিমান হামলাতেই বেসামরিক মারা গেছেন। আইএসকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

ইরাক সিরিয়া ও লিবিয়ায় বেসামরিক হতাহতদের সংখ্যা নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান এয়ারওয়ার্স জানায়, ২০১৪ সালের পর থেকে ইরাকে বিমান হামলায় তিন হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি এই সংখ্যা ৪৬৬।

সংস্থাটি জানায়, ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটে ২৮ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ছয় হাজার বেসামরিক নাগরিক।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী