X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইরানবিরোধী জোট গঠনে আরব দেশগুলোর প্রতি আহ্বান ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:০৩

এভিগদোর লিবারম্যান ইরানের বিরুদ্ধে জোট গঠনের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান। একইসঙ্গে তিনি ইসরায়েলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এভিগদোর লিবারম্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যে এখন ইরানবিরোধী জোট গঠন জরুরি।’

মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আনোয়ার ছিলেন সাহসী নেতা; যিনি স্রোতের বিপরীতে অবস্থান নিয়েছিলেন।’

বর্তমান আরব নেতাদেরও আনোয়ার সাদাতকে অনুসরণ এবং জেরুজালেম সফর করে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান এভিগদোর লিবারম্যান।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আনোয়ার সাদাতের ঐতিহাসিক ইসরায়েল সফরের ৪০ বছর পর আমি এ অঞ্চলের নেতাদের প্রেসিডেন্ট সাদাতের পথ অনুসরণের আহ্বান জানাই। আপনারা জেরুজালেম শহরে আসুন এবং নতুন অধ্যায় রচনা করুন। এ আহ্বান শুধু ইসরায়েলের সঙ্গে আরব অঞ্চলের সম্পর্কের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য।’

১৯৭৭ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আরব বিশ্ব থেকে প্রথম কোনও রাষ্ট্রপ্রধান হিসেবে ইসরায়েল সফর করে। এ সময় তিনি তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এও বক্তব্য রাখেন আনোয়ার সাদাত।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান এমন এক সময়ে দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে আরবদের প্রতি আহ্বান জানালেন যখন সৌদি আরবের সঙ্গে দেশটির গোপন আঁতাত ক্রমেই স্পষ্ট হচ্ছে।

রিয়াদ ও তেল আবিবের মধ্যে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সংবাদমাধ্যমগুলো বলছে, সৌদি আরব ও ইসরায়েল যৌথভাবে ইরানবিরোধী তৎপরতা চালাতে পারে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তৈরি সৌদি রূপরেখার গোপন নথি পাওয়ার দাবি করেছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-আখবার। আর সৌদি সংবাদমাধ্যম এলাফ’কে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে ইরান প্রশ্নে সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এইসেঙ্কট।

গত সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি গোপনে ইসরায়েল সফর করেছেন। পরে অবশ্য সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করে।

সংবাদমাধ্যম আল আখবার বলছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদি আরব একটি রূপরেখা তৈরি করেছে। সেই রূপরেখা সম্বলিত চিঠিটি যুবরাজ এবং ডি ফ্যাক্টো বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কাছে পাঠিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। চিঠির শুরুতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তির’ ভিত্তিতে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় আপনার কাছে একটি প্রকল্প জমা দিচ্ছি। আপনাদের উত্তম নির্দেশনার ওপর ভিত্তি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি আরবের শান্তি প্রক্রিয়ায় আস্থা তৈরির মতো বিপুল প্রভাব ও কূটনৈতিক ক্ষমতা দেশটির রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সৌদি আরব অঙ্গীকার করেছে, কেবল মার্কিন-সৌদি প্রচেষ্টাই (শান্তির জন্য) সফলতার চাবিকাঠি....সৌদি আরবের সমর্থন ছাড়া ফিলিস্তিন ইস্যুকে বৈধতা দেওয়ার প্রশ্নের কোনও সমাধান নেই।’

চিঠিতে লেখা হয়েছে ‘সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সৌহার্দ্য ঝুঁকিপূর্ণ...এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যু আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং ধর্মীয় মর্যাদা পায়। আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী ইরানবিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সৎ; এ কথাটুকু অনুভব না করা পর্যন্ত সৌদি আরব এ ঝুঁকি নিতে পারে না।’ সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান