X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠকে সৌদি জোট

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৮
image

ইরান ও তাদের সমর্থিত বাহিনী হিজবুল্লাহর বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছে সৌদি নেতৃত্বাধীন জোট। রবিবার মিসরের রাজধানী কায়রোতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠকে সৌদি জোট

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও অন্যান্য আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। দেশগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

গত দুই সপ্তাহ ধরে সুন্নিপন্থী সৌদি আরব ও শিয়াপন্থী ইরানের মধ্যে চলছে ছায়াযুদ্ধ। আধিপত্য বিস্তারের খেলায় মেতেছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানকে ঐতিহাসিক ও ধর্মীয় ক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে সৌদি আরব। সৌদি আরবের আশঙ্কা, ইরান তাদের চ্যালেঞ্জ জানাতে পারে। ইরাকযুদ্ধ ও আরব বসন্তের সুযোগ নিয়ে বাড়াতে পারে আঞ্চলিক প্রভাব। বাগদাদ, দামেস্ক, সানা ও বৈরুতের ধারাবাহিকতায় তেহরান মধ্যপ্রাচ্যের বাদবাকি দেশগুলোকে নিজেদের কব্জায় নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে সৌদি আরবের। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব নিরঙ্কুশ করার লড়াইয়ে নেমেছে তারা। দেশের অভ্যন্তরে দুর্নীতিবিরোধী লড়াইয়ের নামে আর ইরানঘনিষ্ঠ  ইয়েমেন-লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ তুলে তেহরানবিরোধী ছায়াযুদ্ধ শুরু করে সৌদি আরব।

এরই অংশ হিসেবে ৪ নভেম্বর পদত্যাগ করেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সৌদি এ মিত্র দাবি করেন, ইরান ও হিজবুল্লাহর কারণেই পদত্যাগ করছেন তিনি।

সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ। দেশটিতে তারাই রাজনৈতিকভাবে বেশি শক্তিশালী। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনও হিজবুল্লাহর সমর্থক।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, মিসরে জরুরি এই বৈঠক ডেকেছে সৌদি আরব। তাদের ডাকে সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবায়ের রয়টার্সকে বলেন, ইরানের ‘আগ্রাসন’ নিয়েই কথা বলবেন তারা।

আরব লিগের সহকারী সচিব হোসাম জাকি বলেন, ‘আরব দেশগুলোর সঙ্গে ইরান যা করছে তার বিরুদ্ধে এক হতে চাইছে সবাই। তাদেরকে থামাতে যৌথ নীতি প্রয়োজন।’

তিনি জানান, এই বৈঠকের মাধ্যমে ইরানকে ‘শক্ত বার্তা’ দেওয়া হবে। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরাম জানায়, আরব দেশগুলো এই ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে।

৪ নভেম্বর ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। আকাশেই সেই হামলা প্রতিহত করে সৌদি বিমান বাহিনী। তবে এজন্য ইরানকে দায়ী করে তারা। তাদের দাবি, ইরানের সরবরাহকৃত অস্ত্র দিয়েই হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এজন্য ইয়েমেনের স্থল, জল ও আকাশপথে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের যুক্তি ইরান যেন অস্ত্র সরবরাহ করতে না পারে সেজন্যই এই অবরোধ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠকে বসছে আরব দেশগুলো। তবে অংশ নাও নিতে পারেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী বর্তমানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে রয়েছেন। সেখান থেকেই চলতি সপ্তাহে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি জানান, বুধবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ