X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত: বাংলাদেশকে মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩১

মিয়ানমারের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী পে মিয়িন্ত জানিয়েছেন, তারা বাংলাদেশকে সব দিক থেকে সহযোগিতা দিতে চান। প্রতিবেশী হিসেবে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপরও জোর দিয়েছেন তিনি।  ইউএনবির বরাত দিয়ে ঢাকা ট্রিবিউন এ খবর  জানিয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শিশু। ছবি- রয়টার্স

আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-ইউরোপের দেশগুলোর জোট আসেম-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ বৈঠককে সামনে রেখে চীন ও জাপানসহ বিভিন্ন দেশ থেকে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদেরকে দিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরির প্রচেষ্টা চালাবে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ।

পে মিয়িন্ত শনিবার দাবি করেন, বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী মিয়ানমার। সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটি জরুরি ও অত্যাবশ্যক। আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে মিয়িন্ত বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সব পর্যায়ে সম্পর্ক জোরদারের জন্য ঘন ঘন বৈঠক করা উচিত। এক দেশের মানুষের সঙ্গে আরেক দেশের মানুষের যোগাযোগ এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আরও কার্যকরভাবে আমাদের পারস্পরিক সম্পর্কিত হতে হবে।’

দুই দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন মিয়িন্ত। মিয়ানমার গণতান্ত্রিক রূপান্তরের নবীন স্তরে আছে এবং সংবাদমাধ্যমসহ বিভিন্ন খাতে চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, রবিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘চার পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন ও তারা খুব অবাক হয়েছেন। এর আগে তারা কখনও এত কম জায়গায় এত বেশি মানুষ দেখেননি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আসেম সম্মেলনে কথা বলবেন বলেও জানিয়েছেন।’

এবার আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এশিয়া ও ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং কানেক্টিভিটি দুই মহাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকটির মধ্য দিয়ে ১২ তম আসেম সম্মেলনের প্রস্তুতি শুরু হবে। ২০১৮ সালের অক্টোবরে ইইউ’র আয়োজনে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

এশিয়া ও ইউরোপের মধ্যকার সম্পর্ক জোরালো করার লক্ষ্য নিয়ে ১৯৯৬ সালে ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত হয় আসেম। প্রতি দুই বছর পর পর একবার এশিয়া এবং একবার ইউরোপে আয়োজিত হয় এ সম্মেলন। আর দুই আসেম সম্মেলনের মাঝের বছরটিতে অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ফাঁড়িতে হামলার পর সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার। এ অভিযানের পর ৬ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে দাবি করেছে। মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা চলছে।

 

/এফইউ/এএ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী