X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিরিয়া নিয়ে বৈঠকে পুতিন, রুহানি ও এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫০
image

সিরিয়ার সংকট নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইরান ও তুরস্ক। রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়োজনে এই বৈঠকে অংশ নেবের ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিরিয়া নিয়ে বৈঠকে পুতিন, রুহানি ও এরদোয়ান

প্রতিবেদনে বলা হয়, বুধবার এই বৈঠক শুরুর আগে রবিবার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে তুরস্কে। সেখানে অংশ নেবেন তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে জাতিসংঘ মিশনের তদন্ত কার্যক্রমে রাশিয়ার ভোটো দেওয়ার কিছুদিনের মধ্যেই এই বৈঠক আয়োজিত হচ্ছে। এদিকে ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে মিসরে আলোচনায় বসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, সিরিয়ার রাসায়নিক হামলা তদন্তে রাশিয়া বাধা দিচ্ছে। এতে করে সিরিয়ায় ভবিষ্যত শান্তি বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা কি করে নিশ্চিত হবো যে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে রাশিয়া। সোচিতে রাশিয়ার রাজনৈতিক আলোচনায় কেউ কিভাবে অংশ নেয়।’

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভের মতে, এই বৈঠকে তিনটি দেশই অংশ নেবে। কারণ তারাই এই মুহূর্তে ‘সিরিয়া রাজনৈতিক ও নিরাপত্তা স্থিতিশীলতা’ নিশ্চিত করতে পারবে।

২০১৬ সালের ডিসেম্বরে এই তিন দেশই সিরিয়ায় অস্ত্রবিরতির চেষ্টা করেছিলো। শান্তি আলোচনাও হয়। তবে তুরস্ক এখনও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিপক্ষে অবস্থান করছে। বাশারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।

তবে গত ছয়মাসে সিরিয়ায় অবস্থার উন্নতির জন্য এই জোটকে কৃতিত্ব দিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী মেভলুথ কাভুসোগলু। তিনি বলেন, ‘আলেপ্পোর ঘটনার পর থেকে আমরা রাশিয়াকে সমর্থন দিচ্ছি। এতে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের সঙ্গে ইরানও যুক্ত হয়েছে। আর এখন ফলাফল স্পষ্ট। আগের চেয়ে অনেকটা স্থিতিশীল সিরিয়া।’

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম খান বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে ও মানবিক সহায়তা কিভাবে দ্রুত পৌঁছানো যায় সেটা নিয়ে আলোচনা করবেন তিন নেতা।

সিরিয়ায় একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান খুঁজবে তিন দেশ। রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইদলিবের পরিস্থিতিতে বিশেষ নজর রাখবে এই সম্মেলন। তিন দেশই সেখানে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছেন। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক