X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাতারে আমিরবিরোধীদের ‘সংগঠিত’ করছে সৌদি-আমিরাত

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২২:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৫৮

প্রায় ছয় মাস ধরে চলা অবরোধের পরও প্রত্যাশামতো ফল না আসায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিরোধীদের সংগঠিত করার চেষ্টা করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমনকি কাতারের শাসনের দায়িত্বে থাকা থানি পরিবারেও ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

সৌদি বাদশা সালমান ও কাতারের আমির শেখ তামিম

কূটনৈতিক ও অথনৈতিকভাবে কাতারকে বর্জনে আন্তর্জাতিক সমর্থন পায়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাই তারা এবার দেশটির আমির শেখ তামিমের জনপ্রিয়তায় ধস নামিয়ে ক্ষমতায় পরিবর্তন আনতে চাচ্ছে। কাতার তাদের অপমান করেছে বলে সৌদি আরব ও আমিরাতের দাবির প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক সম্প্রদায় কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বে অবরোধ আরোপকারী দেশগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে কাতার জানিয়েছে,  তারা অবরোধ আরোপকারী দেশের সঙ্গে সরাসরি আলোচনায় বসাতে চায়। কিন্তু নিজের সার্বভৌমত্বে ব্যাপারে ছাড় দিবে না। পরে সৌদি আরব ও আমিরাত সংকট সমাধানে অনাগ্রহ দেখায়।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কংগ্রেস সদস্যদের সঙ্গে এক আলোচনায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন, শেখ তামিমকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যেকোনও চেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত। শেখ মোহাম্মদ বলেন, কাতার এ ধরনের যেকোনও সমস্যায় ফ্রান্স, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তা পাবে বলে আশা করে।

তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ থামিয়ে দেওয়ার জন্য আমাদের অনেক বন্ধু রয়েছে। তবে প্রতিপক্ষের আচরণের ধরনের কারণে আলোচনার টেবিলে নিজেদের জন্য সব বিকল্পই রাখতে হবে।’

এদিকে সৌদি আরব ও আমিরাতের মালিকানাধীন দুটি সংবাদমাধ্যমে কাতারের সাবেক আমির শেখ খালিফ বিন হামাদ আল থানির ছেলে শেখ সুলতান বিন সুহাইম আল থানির পক্ষে প্রচারণা চালাচ্ছে। এর আগে এসব সংবাদমাধ্যম সৌদি আরবে বাস করা কাতারের আমিরের আরেক আত্মীয়ের পক্ষেও প্রচারণা চালাচ্ছিল। 

প্যারিসের বাসিন্দা শেখ সুলতানের কাতারের ব্যবসা-বাণিজ্যের উপর বেশ প্রভাব ছিল। তিনি গত বছর সৌদি আরবে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের রিয়াল স্টেট ব্যবসার চুক্তি করেন। তবে গত অক্টোবরে কাতার কর্তৃপক্ষ শেখ সুলতানের দোহার বাড়িতে অভিযান চালিয়ে তার বাবার বিভিন্ন সম্পদ জব্দ করে। একই সময়ে তারা শেখ আব্দুল্লাহর সম্পদ বাজেয়াপ্ত করে।

কাতারের আরেক উপজাতি আল ঘাফরানের প্রধান শেখ তালিব বিন লাহিম গত সেপ্টেম্বরে সৌদি আরব পালিয়ে যান। এ সময় তিনি অভিযোগ করেন, সৌদি আরবকে অপমান করে কথা বলতে না চাওয়া তাকে এমন শাস্তি পেতে হয়েছে। এর কিছুদিন আগেই তিনি সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এখন সৌদি ও আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলো শেখ তামিমের বিরোধীদের প্রচারণার মাত্রা ব্যক্তিগত জনসংযোগের চেয়েও বেশি লক্ষ্য করা যাচ্ছে। এসব সংবাদমাধ্যমের প্রচারণার সঙ্গে সমন্বয় করে চলাই এখন দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উপসাগরীয় সংকট এখন এমন পর্যায়ে যাচ্ছে, যত দিন যাবে অবরোধ আরোপকারী দেশের দাবি আরও জোরালোভাবে ফিরিয়ে দেবে কাতার। 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা