X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের চাপে ইয়েমেনে আরও দুইটি বন্দর খুলে দিচ্ছে সৌদি জোট

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ০৮:৪৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১১:০০
image

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত হুদায়াহ ও সানা বিমানবন্দরে ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের আবেদনের পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অবরোধ শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জাতিসংঘের চাপে ইয়েমেনে আরও দুইটি বন্দর খুলে দিচ্ছে সৌদি জোট

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সরকার নিয়ন্ত্রিত সমুদ্র ও বিমানবন্দর খুলে দেওয়া হয়েছিলো। তবে জাতিসংঘ জানায় দুর্ভিক্ষের মুখোমুখি থাকা ইয়েমেনের নাগরিকদের জন্য ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে তা পর্যাপ্ত ছিলো না।

ইয়েমেনের আমদানির ৮০ শতাংশই থাকে খাবার। অবরোধ আরোপের আগে থেকেই খাদ্য সংকটে ভুগছিলো দেশটি।

সম্প্রতি ইয়েমেন থেকে সৌ্দি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। আকাশেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও সৌদি সরকার অভিযোগ করে ইরানের সরবরাহ করা অস্ত্র দিয়েই হামলা চালিয়েছে হুথিরা। এরপর ইয়েমেনের সব বন্দরে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের যুক্তি ইরানের অস্ত্র সরবরাহ বন্ধ করতেই তারা এই অবরোধ আরোপ করেছে। তাদের দাবি, ত্রাণের আড়ালে ইয়েমেনে অস্ত্র ও গোলাবারুদ পাচার হচ্ছে।  

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এসব অভিযোগ অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার সৌদি জোট জানায় তারা জাতিসংঘের ত্রাণ সরবরাহ প্রক্রিয়া পর্যালোচনা করে দেখেছে। তারা বোঝার চেষ্টা করেছে এর মাধ্যমে কোনোভাবে হুথিদের কাছে অস্ত্র পৌঁছানো সম্ভব কী না। এরপরই লোহিত সাগরের হুদায়তা বন্দর ও সানা বিমানবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় তারা। বৃহস্পতিবার স্থানীয় সময় ১২ টা থেকে এটি কার্যকর হওয়ার কথা।

সৌদি জোট আরও জানায়, শিগগিরই ইয়েমেনি জনগণকে মানবিক সহায়তা দেওয়ার একটি পরিকল্পনা প্রকাশ করবে তারা।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?