X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন হাফিজ সাঈদ

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৬:১০আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৬:১২

 

যুক্তরাষ্ট্র ও ভারত কর্তৃক ২০০৮ সালে মুম্বাই হামলার নাটেরগুরু পাকিস্তানি হাফিজ সাঈদকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হাফিজ সাঈদকে ধরিয়ে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। এ বছরের জানুয়ারি থেকে লাহোরে গৃহবন্দি ছিলেন তিনি।

হাফিজ সাঈদ

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের না করায় তাকে মুক্তি দেওয়া হয়। লাহোর হাইকোর্টের একটি রিভিউ বোর্ড মঙ্গলবার (২১ নভেম্বর) তাকে মুক্তি প্রদানের আদেশ দেয়। জনগণের নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় তার গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানোর জন্য পাঞ্জাব সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত।

মুক্তি পেয়েছে বৃহস্পতিবার উত্তর-পূর্ব পাকিস্তানের লাহোরে সন্ধ্যা কাটান তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভারত সব সময় সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। কিন্তু লাহোর হাইকোর্টের সিদ্ধান্ত প্রমাণ করলো ভারতের প্রোপাগান্ডা মিথ্যা ছিল।

২০০৮ সালের ভারতের মুম্বাইয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে হাফিজ সাঈদকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ভারতের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অক্টোবরে হাফিজ সাঈদ ও তার দল জামাত-উদ-দাওয়ার (জেইউডি) বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে নেয় পাকিস্তান। তাকে জনশৃঙ্খলা (এমপিও) আইনে আটক রাখা হয়। গ্রেফতারের পর থেকে সাঈদের আটক সময়সীমা পাঁচবার বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারিতে লাহোর হাইকোর্টে তিনি আটকাদেশ চ্যালেঞ্জ করেন।

নব্বইয়ের দশকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা সংগঠন গড়ে তোলেন হাফিজ সাঈদ। পরে নিষিদ্ধ ঘোষিত হলে তিনি পুরনো জেইউডিকে নতুন করে সামনে আনেন। হাফিজের দাবি, জেইউডি একটি ইসলামি কল্যাণমূলক সংগঠন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাসীদের একটি ফ্রন্ট সংগঠন এটা। ২০১৪ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ দাবি করেছিলেন, মুম্বাই হামলার সঙ্গে তার কোনও সংযোগ নেই। সব ভারতের প্রচারণা।

ভারতীয় ভূখণ্ডে একাধিক জঙ্গি হামলায় হাফিজের সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ভারত। তবে পাকিস্তান দাবি করে আসছে, বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো প্রমাণ নেই হাফিজের বিরুদ্ধে। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!