X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০৮

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগওয়া। শুক্রবার সকালে রাজধানী হারারের ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে তিনি শপথ নেন। এ সময় সেখানে উপস্থিত হাজারো সমর্থক তাক স্বাগত জানান। শপথ গ্রহণের পর সংবিধান সমুন্নত রাখা এবং সব নাগরিকের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এমারসন নানগাগওয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এমারসন এমনানগাগওয়া এমারসন নানগাগওয়া রবার্ট মুগাবে প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট করতে তাকে বরখাস্ত করেন মুগাবে। এর জের ধরেই ৩৭ বছরের শাসক রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

নিরাপত্তা ঝুঁকির কারণে দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে নানগাওয়া বুধবার দেশে ফেরেন। দুই দিনের মাথায় শুক্রবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে এর আগে রবার্ট মুগাবে ও তার স্ত্রীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে তাদের কোনও বিচারের মুখোমুখি হতে হবে না এবং তারা জিম্বাবুয়েতেই বসবাস করতে পারবেন।

জিম্বাবুয়ের প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র কর্নেল ওবারসন মুগওয়াইসি জানান, মুগাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে তাকে ও স্ত্রী গ্রেসকে দায়মুক্তি ও দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

সেনাবাহিনী রাজধানী হারারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় এক সপ্তাহ দরকষাকষি করেন মুগাবে। সেনাবাহিনী তাকে নিজ বাড়িতে গৃহবন্দি করেছিল। শেষ পর্যন্ত শুক্রবার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন এক সময়ের ডান হাত বলে পরিচিত এমারসন নানগাগওয়া।

শুক্রবার শপথগ্রহণের পর পূর্বসূরি রবার্ট মুগাবে’র প্রতি শ্রদ্ধা জানান এমারসন নানগাগওয়া। এ সময় তিনি মুগাবেকে ‘একজন পিতা, পরামর্শদাতা এবং নেতা’ হিসেবে আখ্যায়িত করেন। 

/এমপি/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!