X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৪০

সিরিয়ায় দুই হাজার মার্কিন সেনার উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে কয়েক দিনের মধ্যে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেনাদের জবাবদিহিতামূলক একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এ সংখ্যা প্রকাশ করা হচ্ছে। দেশটির দুই কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ খবর জানায়।

সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্র এর আগে দাবি করেছিল, সিরিয়ায় তাদের পাঁচশ’র মতো সেনা রয়েছে। তারা মূলত সিরিয়ার উত্তরদিকে আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিপন্থী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ও আরব মিলিশিয়া বাহিনীকে সহযোগিতা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, সম্ভবত সোমবারের মধ্যে পেন্টাগন ঘোষণা দেবে সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে কোনও কারণে দেরিও হতে পারে। তবে এর মধ্যে সেনা বাড়ানো হবে না। সবসময় ওঠানামা করায় সঠিক সংখ্যা নির্ধারণে এ  সময় লাগতে পারে।

তবে মার্কিন সেনাদের প্রতি নাগরিকদের বিরুপ মনোভাবের কারণে ইরাকে নিয়োজিত সেনার সংখ্যা প্রকাশ করা হবে না বলে জানান এক কর্মকর্তা। আর গত আগস্ট মাসে আফগানিস্তানে এক হাজার বাড়ানোর পর দেশটিতে ১১ হাজার সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক ও সিরিয়ায় সেনাদের নিয়ন্ত্রণে জন্য ফোর্স ম্যানেজমেন্ট লেভেল (এফএমএল) নামে একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এর মাধ্যমে সেনাদের সঠিক সংখ্যা নিরুপণ করা হয়নি।

এর আগে এফএমএল কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরাকে ৫ হাজার ২৬২ জন ও সিরিয়ায় ৫০৩ জন মার্কিন সেনা রয়েছে। তবে তারা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেছিলেন সংখ্যাটি আরও বেশি। গতবছর ডিসেম্বরে পেন্টাগন জানায়, তারা সিরিয়ায় সেনা সংখ্যা বাড়ানো হবে।

এর আগে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের সেনা সংখ্যা প্রকাশ করায় হতাশা প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিপরীতে রাশিয়া ও ইরান বাশারকে সমর্থন জানায়।

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া