X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে এরদোয়ান-ট্রাম্প ফোনালাপ

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২০:৪৭

সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে টেলিফোনে তারা এ আলোচনা করেন। ট্রাম্পের টুইট বার্তার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গলফ মাঠে ট্রাম্প

এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘শুক্রবার সকালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে উত্তরাধিকার সূত্রে পাওয়া মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা হয়েছে। আমি এ সংকটের সমধান করবো। ভুল হয়েছে, আগেই অনেক জীবন ও ডলার খরচ হয়ে গেছে!’

এর আগে ট্রাম্প একবার বলেছিলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৬ লাখ কোটি ডলার খরচ করেছে। বিশ্লেষকদের মতে, সেনাদের স্বাস্থ্যসেবা, পঙ্গুত্বের ক্ষতিপূরণ ও জাতিগঠনে নেওয়া প্রকল্পগুলোতে হিসাবের চেয়ে বেশি খরচ হয়েছে। এতে মোট ব্যয় অনুমানের চেয়ে বেশি হয়ে গেছে।

ট্রাম্পের সঙ্গে কথার পর এরদোয়ান জানিয়েছেন, সিরিয়ার সমস্যাসহ অন্যান্য আঞ্চলিক সমস্যা ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হয়েছে। সিরিয়ায় শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় আসার পরের দিন এরদোয়ান ট্রাম্পের সঙ্গে কথা বললেন।  

ওই টুইট বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘তুরস্কে কথা বলার পর আমি ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব জুপিটারে টাইগার উডস ও ডাস্টিন জনসনের সঙ্গে দ্রুত এক রাউন্ড খেলব। এরপর সেখান থেকে মার-এ-লাগোতে যুক্তরাষ্ট্রে আরও চাকরি ও কোম্পানিগুলোকে ফিরিয়ে আনার জন্য কথা বলবো।’

এদিকে হোয়াইট হাউজের প্রথা ভেঙে এভাবে গলফ খেলার কথা স্বীকার করায় যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার গলফ খেলার খবরে ট্রাম্প কঠোর সমালোচনা করেছিলেন। গত বছরের আগস্ট মাসে ভার্জিনিয়ায় এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি আপনাদের জন্য কাজ করতে যাচ্ছি। আমি গলফ খেলে সময় কাটাতে যাচ্ছি না।’ অথচ প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত ট্রাম্প জুপিটার গলফ ক্লাবে গেছেন ৭৬ বার। আর ওয়াশিংটন পোস্ট’র এক খবরে বলা হয়েছে, নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ট্রাম্প একশ বার নিজের সম্পত্তি দেখাশোনা করতে গেলেন।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক