X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুগাবের জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করলো জিম্বাবুয়ে

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ২২:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২৩:০০

সাবেক প্রেসিডেন্ট মুগাবের জন্মদিন ২১ ফেব্রুয়ারিকে ‘রবার্ট গাব্রিয়েল মুগাবে জাতীয় যুব দিবস’ ও সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শুক্রবার সিদ্ধান্তটি  আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। দেশটির হেরাল্ড পত্রিকার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এ খবর জানিয়েছে।

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

সেনাবাহিনীর হস্তক্ষেপ ও জনগণের প্রতিবাদের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন প্রেসিডেন্ট মুগাবে। তবে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির যুব সংগঠনের তদবিরের কারণেই তার জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট নানগাওয়া জানিয়েছিলেন, জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্টকে তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দিতেই হবে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে পিতা, গুরু, সহযোদ্ধা ও নেতা হিসেবেই থাকবেন।’

এ সপ্তাহেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বোর্ডভিত্তিক সরকার গঠন করবেন অথবা মুগাবের সময়কার লোকজনকেই রেখে দেবেন।

সাবেক প্রেসিডেন্ট মুগাবে ও তার স্ত্রী গ্রেস এখন হারারেতে নিজ বাড়িতেই রয়েছেন। আপাতত দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

এদিকে গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনে কথা বলে দেশটির বিরোধী দলগুলো সাময়িক সরকারের দাবি করে আসছে। যাতে আগামী বছর একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হয়। ১৯৮০ সাল থেকে জানু-পিএফ পার্টির মাধ্যমে নৃশংসতা করেছেন প্রেসিডেন্ট নানগাওয়া। তাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তার ভয় রয়েছে। এজন্য অনেক দেশটির অনেক নাগরিক প্রত্যাশা করলেও তিনি গণতন্ত্রের পথে হাঁটবেন না।

অন্যদিকে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফেরাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ টহলের ব্যবস্থা করা হয়েছে। তারা লুটপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির অবৈধ দখলের বিষয়ে প্রতিবেদন তৈরি করছে।

২১ নভেম্বর মুগাবের পদত্যাগের আগে পুলিশকে প্রকাশ্যে দেখা না গেলেও ধীরে ধীরে তারা কাজে ফিরতে শুরু করেছেন। তবে এখন মূলত সেনাবাহিনী বিভিন্ন দায়িত্ব পালন করছে। সেনা অভিযানের আগে হারারেসহ দেশের সড়কগুলোতে পুলিশ দেখা যেত।

 

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি