X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাইজেরিয়ায় মানবাধিকার লঙ্ঘনে শেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের দাবি

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ২৩:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২৩:১৯

তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেল-এর বিরুদ্ধে নাইজেরিয়ান সামরিক বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনে সহায়তার অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন কোম্পানির অভ্যন্তরীণ কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের বিবৃতিসহ এক প্রতিবেদন এমন অভিযোগ করে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার এ খবর জানায়।

শেল কোম্পানির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি

প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৯৯০ এর দশকে নাইজেরিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংস হামলায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘খুন, ধর্ষণ ও নির্যাতনে সহায়তা’র অভিযোগ তুলে যুক্তরাজ্য, নাইজেরিয়া ও নেদারল্যান্ড সরকারকে মামলা দায়েরের আহ্বান জানিয়েছে অ্যামেনেস্টি। 

এসব তথ্য-প্রমাণের মধ্যে কিছু নথি একটি মামলার কারণে প্রকাশ করতে বাধ্য হয়েছিল শেল। আরও কিছু অভিযোগ ‍দীর্ঘদিন ধরে পড়ে ছিল। এসব পর্যালোচনায় এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা আগে প্রকাশ পায়নি।

১৯৯০-এর দশকে তেল উত্তোলনের ফলে নাইজেরিয়ায় ওগোনিল্যান্ড এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। এসময় নাইজেরিয়ান লেখক কেন সারো ভিবার নেতৃত্বে অর্থনৈতিক স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা ও প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের রক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়। এতে ১৯৯৩ সালে তেল কোম্পানির কার্যক্রম বন্ধ হয়। এরপরও শেল সেখানে একটি পাইপলাইন স্থাপনের উদ্যোগ নিলে আবারও ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই বছরের ৩০ এপ্রিল শেল’র ঠিকাদারদের নিরাপত্তাকর্মীরা গুলি করে ১১ জনকে আহত করে। কয়েকদিনের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনার জেরে শুরু হওয়া বিক্ষোভ দমন অভিযানে প্রায় এক হাজার মানুষকে হত্যা ও ৩০ হাজার মানুষকে বাস্তুহারা করে নাইজেরিয়ার সামরিক পুলিশ। এসময় তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে। তারা অনেক গ্রাম সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। এসব অভিযানে পরিবহন সুবিধা ও অর্থ সহায়তাসহ বিভিন্ন কৌশলগত সহায়তা করে শেল।

অ্যামেনেস্টির অভিযোগ, নিরাপত্তার কারণে ১৯৯৩ সালে ওগোনিল্যান্ডে কার্যক্রম বন্ধ করলেও শেল গোপনে সেখানকার খোঁজখবর নিচ্ছিল। তারা সেখানকার মানুষের টিকে থাকার সংগ্রাম শেষ করে দেওয়ার চেষ্টা করে। এজন্য তারা অর্থের বিনিময়ে কিছু পুলিশ কর্মকর্তাকে সেখানকার পরিস্থিতি নজরদারিতে নিয়োগ করে।

নাইজেরিয়া সরকার ১৯৯৫ সালে কেন সারো ভিবাসহ ওই আন্দোলনে নেতৃত্ব দানকারী ৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। এসময় বিচার সুষ্ঠু না হওয়ার অভিযোগ বিশ্বে বেশ আলোচিত হয়। গত জুনে নিহত নয়জনের মধ্যে চারজনের স্ত্রী নেদারল্যান্ডের আদালতে একটি রিট দায়ের করেন। এতে ওই চার জনের মৃত্যুদণ্ডের রায়ের পেছনে শেল জড়িত বলে অভিযোগ করা হয়।

অ্যামেনেস্টির বৈশ্বিক বিষয়াবলি বিভাগের পরিচালক অদ্রি গাওঘ্রাম বলেন, ‘এ আন্দোলন দমন করতে নাইরেজিয়ান সামরিক বাহিনী হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দিতে পারে জেনেও শেল তাদের উৎসাহ দিয়ে গেছে।’

তিনি বলেন, ’৯০-এর দশকে নাইজেরিয়ায় বিধ্বংসী কার্যক্রমে শেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অনস্বীকার্য। তাই তাদের বিরুদ্ধে অপরাধ তদন্ত করার ভিত্তি রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এখন সব প্রমাণ একত্র করাই প্রথম কাজ। আমরা বিষয়টি বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপরাধের অভিযোগ করবো।’   

নাইজেরিয়ায় শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কোম্পানির মুখপাত্র সব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, কেন সারো ভিবার বেদনাদায়ক ঘটনাটি সামরিক সরকারের অধীনে হয়েছে। এ খবর শোনার পর শেল’র পক্ষ থেকে তাদের ক্ষমা করার আবেদন জানানো হয়েছিল। তবে অন্য আরও অনেক আবেদনের সঙ্গে তাদের আবেদনেও সাড়া দেয়নি সরকার। প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই শেল কোনওভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হতে পারে না বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা