X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১২:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১২:৫৯
image

যুদ্ধ লাগলে উত্তর কোরিয়ার নেতৃত্ব ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে যাবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ নভেম্বর) পিয়ং ইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নতুন করে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি।

কিম উন, ট্রাম্প এবং ইনসেটে নিকি হ্যালি
জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব (ফিজিক্যাল রেসপন্স) বলে মনে করে।এরই ধারাবাহিকতায় বুধবার দিনের আলো না ফুটতেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন বিজ্ঞানীদের একটি সংগঠন বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও অংশে আঘাত হানতে সক্ষম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি উত্তর কোরিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমরা কখনও উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ চাইনি এবং এখনও তা চাই না। তবে গতকালকের মতো পিয়ংইয়ং এর আগ্রাসনমূলক কর্মকাণ্ডের কারণে যুদ্ধ যদি লেগে যায়  তবে কোনও ভুল হবে না। উত্তর কোরিয়ার সরকার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের ‘সব দেশের’ প্রতিও আহ্বান জানান তিনি। বলেন, চীনকে সবার আগে এই কাজ শুরু করতে হবে।  জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চাই চীন আরও কিছু করুক।’

নিকি হ্যালি
হ্যালি আরও জানান, বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। সেসময় তিনি উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।’

ট্রাম্পও এ নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাত্র চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড নিয়ে কথা বলেছি। আজ উত্তর কোরিয়ার ওপর নতুন করে বড় নিষেধাজ্ঞা আরোপ হবে। এ পরিস্থিতি সামাল দেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার দিনের আলো না ফুটতেই হোয়াসং-১৫ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় পিয়ংইয়ং। পরে তা জাপানের পানিসীমায় পতিত হয়। পিয়ংইয়ং এর দাবি,এ ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে শক্তিশালী। উত্তর কোরিয়া আগে যে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছিল সেগুলোর চেয়ে বেশি উঁচু দিয়ে উড়ে গেছে এটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলছে, ক্ষেপণাস্ত্রটি ৪,৪৭৫ কিলোমিটার উচ্চতায় উড়েছে এবং ৫৩ মিনিটে ৫৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টস’ এক বিবৃতিতে বলেছে,উত্তর কোরিয়ার এবারের ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে সেটি পৌঁছানো সম্ভব।

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা