X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের চারদিনেও প্রকাশ হয়নি ফল, কারচুপির অভিযোগ

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১৫:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৬

মধ্য আমেরিকার হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন পরও কোনও নিশ্চিত বিজয়ী না পাওয়া যায়নি। এদিকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের বিজয়ী ঘোষণা করায় ও ভোট গণনায় কারচুপির অভিযোগ ওঠায় গভীর রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। ‍ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ খবর জানায়।

হন্ডুরাসের নির্বাচন সংকট

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, রবিবার আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠন অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এর তত্বাবধানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর বর্তমান প্রেসিডেন্ট ওরলান্ডো হার্নান্দেজ ও তার প্রতিদ্বন্দ্বী টিভি তারকা সালভাদোর নাসারাল্লা নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচনের ফলাফল প্রথম দিকে বিরোধী নেতার পক্ষে থাকলেও গণনা স্থগিত করার পর তা প্রেসিডেন্টের পক্ষে চলে আসে।

সোমবার অর্ধেকের বেশি ভোট গণনার পর ফল প্রকাশ করা হয়। এতে নাসারাল্লা ৫ পয়েন্টে এগিয়ে ছিলেন। এরপর ৩৬ ঘণ্টা বিরতি দেওয়া হলে ভোট গণনা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পুনরায় গণনা শুরু হলে হার্নান্দেজ এগিয়ে যান। সবশেষ ৮২.৮৯ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৪২.২ শতাংশ আর নাসারাল্লা পেয়েছেন ৪২.১ শতাংশ। এরপর বুধবার বিকেলে ভোট গণনা আবারও বন্ধ করা হয়। এজন্য কম্পিউটারে ওপর দোষ চাপান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এদিকে চূড়ান্ত ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বুধবার দুই প্রতিদ্বন্দ্বী ওএএসের কাছে লিখিত দেন। তবে কয়েক ঘন্টা পরেই বিরোধী নেতা নাসারাল্লা ওই বিবৃতি অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল ডাকাতি করা হচ্ছে। এসময় ষড়যন্ত প্রতিহত করার জন্য তিনি সমর্থকদের রাজধানী তেগুচিগালপার রাস্তায় নামার আহ্বান জানান। নাসারাল্লা বলেন, ‘তারা আমাদের বোকা বানিয়ে বিজয় ছিনিয়ে নিতে চাচ্ছে। ওএএসের সঙ্গে যে দলিলে সই করেছি তার কোনও বৈধতা নেই।’

এরপর নির্বাচন আদালতের সামনে জড়ো হন নাসারাল্লার সমর্থকরা। তাদের সরিয়ে দিতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। গাসের কারণে নির্বাচন আদালতের কর্মকর্তারাও বাইরে বের হয়ে যেতে বাধ্য হন বলে টেলিভিশন খবরে দেখা যায়।

তবে নাসারাল্লার বক্তব্যে দুঃখপ্রকাশ করে ওএএস জানিয়েছে তারা সঠিক ফলাফল বের করতে কাজ করে যাবে। আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে, ফলাফল প্রকাশে বিলম্ব সুষ্ঠু নির্বাচনে ওএএস‘র বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে। এছাড়া এর ফলে বিজয়ী প্রার্থীর বৈধতা পাওয়া নিয়েও ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

হন্ডুরাসে হার্নান্দেজ ব্যাপক জনপ্রিয় নেতা আর নাসারাল্লা সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল জিলায়া সমর্থিত প্রার্থী ও টিভি তারকা। মধ্য আমেরিকার দেশটির বর্তমান পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা